গাজীপুরে পোশাকর্মী শরিফুল খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

২০২০ সালে গাজীপুরের বাসন থানা এলাকায় পোশাককর্মী শরিফুল ইসলাম হত্যা মামলার তিন আসামিদের গ্রেপ্তার করেছে পিবিআই।
বুধবার (২৩ মার্চ) পিবিআইয়ের অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছন।
এর আগে মঙ্গলবার (২২ মার্চ) রাতে মো. শাজাহান আলী, মো. রাজিব হোসেন ও মো. আলামিন নামে তিন আসামিকে গ্রেপ্তার কেরা হয়।
আসামিদের গ্রেপ্তারের পর পিবিআই বলছে, শরিফুল ছিনতাইকারীদের বাধা দেওয়ার কারণে মূলত তিনি খুন হন।
পিবিআই জানায়, ২০২০ সালের ২০ নভেম্বর ভোরে শ্বশুর বাড়ি বগুড়ার শেরপুর থানার দুবলাগাড়ি থেকে গাজীপুরের উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম। সকাল ৬টার দিকে গাজীপুরে পৌঁছানোর কথা। কিন্তু তিনি আর বাসায় ফিরেননি।
পরিবার জানায়, এ ঘটনার অনেক দিন পরে দিঘিরচালার সেবা হাসপাতালের পেছনে শরিফুলের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ তাদের খবর দেয়। এরপর এ ঘটনায় দায়ের করা মামলাটি ৪ মাস ১৩ দিন গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ তদন্ত করে কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। এরপর পুলিশ সদর দপ্তর থেকে পিবিআই, গাজীপুরকে এ মামলার তদন্তের নির্দেশ দেয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পিবিআই জানায়, এ ঘটনার সঙ্গে গ্রেপ্তাররা সবাই জড়িত। গ্রেপ্তাররা ওই দিন ভাওয়াল কলেজের উত্তরে দিঘীর পাড়ে অন্য সহযোগীদের নিয়ে বসে আড্ডা দেয় ও গাঁজা সেবন করেন। ওই সময় তাদের একজন সহযোগী তার হাতে টাকা-পয়সা নেই বলে ছিনতাইয়ের প্রস্তাব দেন। পরে তারা সবাই কলেজের সামনের রাস্তায় আসেন। সবাই মিলে ২-৩টা ছিনতাই করে পথচারীদের টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। এরপর তারা শরিফুলকে ধরে সেবা হাসপাতালের দিকে নিয়ে যান। ছিনতাইকারীরা তাকে গামছা দিয়ে মুখ চেপে ধরে টানতে টানতে সেবা হাসপাতালের পেছনে নেন। তার শরীর ও ব্যাগ তল্লাশি করে একটি মোবাইল ফোন ও কিছু টাকা পান। তখন ভুক্তভোগী মোবাইল ফোন ও টাকা দিতে না চাওয়ায় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীদের হাতে থাকা চাকু দিয়ে শরিফুলের পিঠে ও পায়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ছিনতাইকারীরা মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এপিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, এ মামলার সঙ্গে জড়িত আসামিরা মাদক সেবনকারী ও সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। শরিফুল ছিনতাই কাজে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে মালামাল ছিনতাই করে নিয়ে যান।
কেএম/এসএন
