রমনায় সাড়ে ২২ লাখ টাকার জাল নোটসহ ১ নারী গ্রেপ্তার

রাজধানীর রমনা এলাকা থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার (২২ মার্চ) রমনা থানার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তার নারীর নাম মোছা. সালমা বেগম।
বুধবার (২৩ মার্চ) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার মান্না দে এসব তথ্য নিশ্চত করেছেন।
সহকারী পুলিশ কমিশনার মান্না দে বলেন, আমরা জানতে পারি জাল টাকার ব্যবসায়ীরা রমনা থানার বড় মগবাজার এলাকার ভর্তা ভাত রেস্তোরাঁর সামনে জাল নোট লেনদেন করছে। এমন তথ্যের ভিত্তিতে ওখানে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।
তিনি বলেন, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সালমা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/টিটি
