প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠানের দুই পরিচালক গ্রেপ্তার
লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান 'আকাশ নীল' এর প্রতারণার মূলহোতা ব্যবস্থপনা পরিচালক মশিউর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক ইফতেখারুজ্জামান রনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারের পর র্যাব জানায়, ঢাকা ও ফরিদপুর থেকে তাদের ধরা হয়। রবিবার (২০ মার্চ) র্যাবের বিশেষ এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে র্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান খান বলেন, এ বিষয়ে র্যাব মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কেএম/টিটি