হত্যা মামলার পলাতক আসামি ৮ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার
গাজীপুর জেলার জয়দেবপুরের নিজাম উদ্দিন হত্যা মামলার পলাতক আসামী সোহেলকে ৮ বছর পর ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
শনিবার (১৯ মার্চ) র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৪ জানায়, ২০১৪ সালের ২ ডিসেম্বর গাজীপুর জেলার জয়দেবপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকায় নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ী একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ঘটনা তদন্তে জানা যায়, নিহত নিজাম উদ্দিন একজন জমি ব্যবসায়ী ছিলেন এবং তার কাছে বিভিন্ন সময়ে আসামি মো. সোহেলসহ তার সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকিসহ শারীরিক নির্যাতন করে আসছিল। পরবর্তীতে এরই জের ধরে ২০১৪ সালের ২ ডিসেম্বর আসামিরা নিহত নিজামকে কৌশলে জয়দেবপুর এলাকার ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে এজহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। ঘটনার পরপরই আসামি সোহেল আত্মগোপনে চলে যায়। ৮ বছর পলাতক থেকে অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয় সোহেল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি এ হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছেন। নিহতের সাথে আসামীদের চাঁদা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এএস