টেকনাফে বিজিবির অভিযানে ৫ কোটি ৩৭ লাখ টাকার মাদক জব্দ
টেকনাফে ৫ কোটি ৩৭ লাক টাকা মূল্যমানের ১ কেজি ১৪ মিলিগ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। শনিবার (১৯ মার্চ) ভোরে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
শনিবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে খুরের দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে একটি টহলদল তাৎক্ষনিকভাবে কেওড়া জঙ্গলে গোপনে অবস্থান করে। এরপর রাত ৩ টা ২৫ মিনিটে দুইজন ব্যক্তিকে মিয়ানমার হতে একটি কাঠের নৌকাইয় শূন্য লাইন অতিক্রম করে আসতে দেখা যায়।
তিনি আরও বলেন, বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল তাদের থামানোর চেষ্টা করে। এসময় চোরাকারবারিরা নৌকা থেকে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে ডুব সাঁতার কেটে মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি জব্দ করে।
বিজিবি জানায়, জব্দ নৌকাটিতে তল্লাশি অভিযান পরিচালনা করে নৌকার ভিতর থেকে ৫ কোটি ৭ লাখ টাকা মূল্যমানের ১ কেজি ১৪ মিলিগ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদক দ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কেএম/এএস