গাজীপুরে ডিসকো ক্লাবে অভিযানে আটক ২৮৮
জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাব হতে ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ মার্চ) দিবাগত রাতে গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি জাকির হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন-শহীদ খান (৫০), দেলোয়ার হোসেন (৪০), রতন চন্দ্র সাহা (৫০), নজরুল ইসলাম আকন্দ (৪৫), জয়নাল আবেদীন ফকির (৪৩), নারায়ণ চন্দ্র গৌর (৩৫), আল ইমরান (৪৫), আবদুল মান্নান (৫৫), তোফায়েল আহমদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)।
তাদের মধ্যে ২৭৭ জনকে জুয়া আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ১১ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে এবং এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি জাকির হাসান মুঠো ফোনে বলেন, বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৭৭ জন জুয়া খেলার অপরাধ স্বীকার করেছে। এজন্য তাদের জনপ্রতি ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি বলেন, এরমধ্যে বাকি ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে মামলা করা হয়েছে।
কেএম/এমএমএ/