সমবায় সমিতির নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ‘বেপারী বাড়ী শ্রমজীবী সমবায় সমিতি’ নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৬ মার্চ) রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, র্যাবের কাছে অভিযোগ আসে, রাজধানীর বাড্ডা এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ‘বেপারী বাড়ী শ্রমজীবী সমবায় সমিতি’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে নিম্ন আয়ের লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় আসামির আসামির কাছ থেকে ১০টি পাস বই, দুটি রেজিস্ট্রার, দুটি ক্যালকুলেটর, ৫০টি টাকা আদায়ের রশিদ, ৪০টি সদস্য ফরম, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও নগদ সাড়ে ৩ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মিজানুরের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
কেএম/এসএন