মধ্য বাড্ডায় হত্যার ঘটনায় গাড়িচালক গ্রেপ্তার
রাজধানীর মধ্য বাড্ডায় এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় তার গাড়িচালক হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান।
ডিসি মশিউর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমও তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ। পরে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার গাড়িচালক মো. হৃদয় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। তিনি ২০০৫ সালে গাড়ি চালানো শিখে বিভিন্ন জায়গায় চালক হিসেবে কাজ করেন। সর্বশেষ ২০১৫ সাল থেকে আফরোজা সুলতানার চালক হিসেবে কাজ করেছিলেন। হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এরই মধ্যে তার তিন মাসের বাসা ভাড়া বাকি পড়ে। বেশ কিছু টাকা উপার্জন করতে পারলে তিনি দূরে কোথাও গিয়ে অন্য ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত থেকেই আফরোজা সুলতানার বাসায় চুরির পরিকল্পনা করেন। এরপরই তাকে হত্যা করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেন।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এসএন