মাদকসহ ১ বাংলাদেশি নারী ও মিয়ানমারের ৬ নাগরিক আটক
পৃথক অভিযানে ১ জন বাংলাদেশি ও মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৫৯ মিলিগ্রাম ক্রিস্টাল মেথ (আইস), অবৈধ কাঠ, ট্রলার এবং ইয়াবা জব্দ করা হয়।
সোমবার (৮ মার্চ) বিজিবি এ অভিযান চালায়। আটককৃতরা হলেন- ইলিয়াস, হাফেজ, শাহ আলম, ইমন, ফুরকান করিম। বাংলাদেশি নারীর নাম জানায়নি বিজিবি।
বুধবার (৯ মার্চ) টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে সেন্টমার্টিন নাফ নদীর এলাকায় একটি সন্দেহভাজন ট্রলার বিজিবির একটি বিশেষ টহলদলের সংকেত পেয়ে গতি না কমিয়ে আরও বাড়িয়ে দেয়। এসময় বিজিবির টহলদল স্পীড বোটে ধাওয়া করে ওই ট্রলারটিকে আটক করে।
তিনি বলেন, ট্রলারটি তল্লাশি করে মিয়ানমার হতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কাঠসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করে। ওই সময় নাফ নদীতে ভাটা শুরু হওয়ায় ট্রলারটি জিন্নাহ খালের চরে আটকা পড়ে। পরবর্তীতে ট্রলারটিকে জিন্নাহ খাল হতে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয় এবং পুনরায় তল্লাশির সময় ট্রলারের পাটাতনের ভিতরে লুকানো অবস্থায় ৫ কোটি ২৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৫৯ মিলিগ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।
এছাড়াও মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা ২ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের ৭০ পিস (সাড়ে ৩ টন) গর্জন কাঠসহ ৪৫ লাখ টাকা মূল্যমানের ট্রলারটি জব্দ করা হয়। আটককৃত আসামিদের কাছ ১১ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, জব্দকৃত কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। আটককৃত মিয়ানমারের ৬ নাগরিককে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, অপরদিকে, টেকনাফ ব্যাটালিয়ন বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে এক বাংলাদেশি নারী থেকে ২ লাখ ৮৭ হাজার টাকার মূল্যে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকের সর্বমোট মূল্য ৫ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা।
কেএম/এএস