প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দে ভাসো তোমরাও
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র-৯
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে 'ঢাকাপ্রকাশ' আয়োজন করেছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ১২ বছর বয়স পর্যন্ত যেকোনো শিশু অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয়: দেশ ও প্রকৃতি। আগামী ৩০ নভেম্বর ফলাফল জানানো হবে। বাছাইকৃত ছবি থেকে তিনজন বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
নিয়মাবলি:
১. চিত্রকর্মটি নিজের আঁকা হতে হবে।
২. চিত্রাঙ্কনে যেকোনো মিডিয়াম ব্যবহার করা যাবে।
৩. স্মার্টফোন অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলে ঢাকাপ্রকাশ-এর ই-মেইল literature@dhakaprokash24.com এ পাঠাতে হবে।
৪. জন্মনিবন্ধনের কপি, ফোন নম্বর, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি পাঠাতে হবে।
নম্বর বন্টন পদ্ধতি:
ই-মেইলে পাঠানো চিত্রাঙ্কনটি ঢাকাপ্রকাশ-এর ওয়েব সাইটের শিশু-কিশোর বিভাগ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করা হবে। বিচারক ৫০% এবং পোস্ট আউটরিচ (শেয়ার, লাইক ও কমেন্ট) ৫০% পদ্ধতিতে নম্বর বন্টন করা হবে।