আদমজী ইপিজেডে মেডিক্যাল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও রেডিওগ্রাফার নেওয়া হবে
প্রতিষ্ঠানের নাম : আদমজী ইপিজেড মেডিক্যাল সেন্টার ট্রাস্টি বোর্ড।
ঠিকানা : আদমজী রপ্তানিপ্রক্রিয়াজাতকরণ এলাকা, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩১।
পদগুলোর ধরণ : স্থায়ী পদ।
যারা আবেদন করতে পারবেন : বাংলাদেশের স্থায়ী নাগরিক।
পদের নাম : মেডিক্যাল অফিসার।
বেতন স্কেল : ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
গ্রেড : সরকারি কর্ম কমিশনের নবম গ্রেড।
শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস ডিগ্রি থাকতে হবে ও বিএমডিসির রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
বয়সসীমা : ১৬ মার্চ, ২০২২ তারিখে সবোর্চ্চ বয়স হতে হবে ৩২ বছর।
পদের নাম : সিনিয়র স্টাফ নার্স।
বেতন স্কেল : ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা।
গ্রেড : সরকারী কর্ম কমিশনের দশম গ্রেড।
শিক্ষাগত যোগ্যতা : সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের নাসিং ডিপ্লোমা পাশ হতে হবে এবং নাসিং কাউন্সিল থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
বয়সসীমা : ১৬ মাচ, ২০২২ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর।
পদের নাম : রেডিওগ্রাফার।
বেতন স্কেল : ১২ হাজার ৫শ টাকা থেকে ৩০ হাজার ২শ ৩০ টাকা।
গ্রেড : সরকারী কম কমিশনের এগারতম গ্রেড।
শিক্ষাগত যোগ্যতা : সরকারি প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান থেকে তিন বছরের ডিপ্লোমা-ইন-মেডিক্যাল টেকনোলজি (রেডিওগ্রাফি) পাশ হতে হবে।
বয়সসীমা : ১৬ মাচ, ২০২২ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর।
প্রতিটি পদে আবেদনের নিয়মাবলী :
১. ফরম : সরকার কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন ফরমে ১৬ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ফরমের নমুনা পাওয়া যাবে িি.িসড়ঢ়ধ.মড়া.নফ তে। এই অনলাইন ঠিকানা থেকে প্রাথীদের পদগুলোর জন্য আবেদন ফরম ডাউনলোড করতে হবে।
২. আবেদন পাঠানোর ঠিকানা : সদস্য সচিব, আদমজী ইপিজেড মেডিক্যাল সেন্টার ট্রার্স্টি বোড, আদমজী ইপিজেড, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩১ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন পাঠাতে হবে ডাকযোগে, অফিস চলাকালে।
৩. অন্যতম শর্ত: সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ১৬ মার্চের পর পাওয়া সব আবেদন বাতিল গণ্য হবে।
৪. বাতিল হবে : অসম্পূণ, ত্রুটিযুক্ত ও দেরিতে পাঠানো আবেদন কোনো কারণ দর্শানো বাদে বাতিল বলে গণ্য হবে।
৫. বয়স নির্ধারণ : এস.এস.সি বা সমমানের পাবলিক পরীক্ষার সার্টিফিকেটের ভিত্তিতে প্রার্থীদের বয়স নিধারণ করা হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণ করা হবে না।
৬. প্রতিটি পদের দরখাস্তের খামের ওপর প্রার্থীদের পদ ও নিজের জেলার নাম উল্লেখ করতে হবে।
৭. চাকুরিরত আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৮. মেডিক্যাল অফিসার পদের জন্য ৫শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আদমজী ইপিজেড মেডিক্যাল সেন্টার, আদমজী ইপিজেড, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩১’র অনুকূলে সংযুক্ত করতে হবে। তাতে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি, সব অভিজ্ঞতার একসেট সার্টিফিকেট (যদি থাকে), সত্যায়িত করে জমা দিতে হবে।
৯. সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার বা পৌরসভার মেয়র অথবা স্থানীয় ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া নাগরিকত্বের সনদ সত্যায়িত করে ফটোকপি আকারে জমা দিতে হবে।
১০. সিনিয়র স্টাফ নাস পদের জন্য ৩শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আদমজী ইপিজেড মেডিক্যাল সেন্টার, আদমজী ইপিজেড, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩১’র অনুকূলে সংযুক্ত করতে হবে। তাতে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি, সব অভিজ্ঞতার একসেট সার্টিফিকেট (যদি থাকে), সত্যায়িত করে জমা দিতে হবে।
১১. সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার বা পৌরসভার মেয়র অথবা স্থানীয় ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া নাগরিকত্বের সনদ সত্যায়িত করে ফটোকপি আকারে জমা দিতে হবে।
১২. রেডিওগ্রাফার পদের জন্য ৩শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অডার আদমজী ইপিজেড মেডিক্যাল সেন্টার, আদমজী ইপিজেড, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩১’র অনুকূলে সংযুক্ত করতে হবে। তাতে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি, সব অভিজ্ঞতার একসেট সার্টিফিকেট (যদি থাকে), সত্যায়িত করে জমা দিতে হবে।
১৩. সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার বা পৌরসভার মেয়র অথবা স্থানীয় ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া নাগরিকত্বের সনদ সত্যায়িত করে ফটোকপি আকারে জমা দিতে হবে।
১৪. যেকোনো ধরণের তদবির ও সুপারিশ প্রতিটি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা করা হবে।
১৫. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।
১৬. আদমজী ইপিজেড মেডিক্যাল সেন্টার ট্রাস্টি বোর্ড কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো উপযুক্ত দরখাস্ত গ্রহণ ও বাতিলের ক্ষমতা রাখেন।
১৭. একই নিয়মানুসারে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রচারের কারণে নিয়োগগুলো প্রদানের লিখিত বা মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য নন।
১৮. কোনো আবেদনের সঙ্গে যুক্ত কোনো প্রমাণাদি ফেরত দেওয়া হবে না।
১৯. নিয়োগ প্রক্রিয়াতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
২০. আবেদনের শেষ সময় : প্রতিটি পদে আবেদনের শেষ সময় ১৬ মার্চ, ২০২২।
২১. অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করতে হবে।
ওএস।