নর্থ সাউথে সহকারী মনোবিজ্ঞানী নিয়োগ করা হবে
বাংলাদেশের প্রথম ও অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন মনোচিকিৎসক বা মনোবিজ্ঞানী নিয়োগ প্রদান করা হবে।
পদের নাম : অ্যাসিসটেন্ট স্টুডেন্ট কাউন্সিলর।
প্রাথীর ধরন : নারী।
কাজ করবেন : স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টারে।
শিক্ষাগত যোগ্যতা : ক্লিনিক্যাল সাইকোলজি বা এডুকেশনাল সাইকোলজিতে যেকোনো ভালো ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে অথবা আন্তর্জাতিক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল নিয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে।
অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা : যে প্রার্থীর কিশোর, তরুণ, তরুণীদের ও পূর্ণবয়স্কদের ওপর অতিরিক্ত ডিগ্রি থাকবে ও কাজের অভিজ্ঞতা আছে-তারা অগ্রাধিকার লাভ করবেন।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো বড় প্রতিষ্ঠান, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তিন থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
কাজের ধরন: কাউন্সেলিং করা, সাইকোথেরাপিও করতে হবে। নর্থ সাউথের ছাত্র, ছাত্রী ও কর্মীদের এই সেবাগুলো প্রদান করতে হবে। তবে ছাত্র, ছাত্রীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। তাদের সবার মনোজগৎ ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং ভালোর জন্য কাজ করতে হবে। ছাত্র, ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করতে কাজ করতে হবে।
আয়োজন করতে হবে : যোগাযোগ করেও ব্যক্তি, দল এবং পরিবার সেশন অনলাইনে ও ব্যক্তিগতভাবে আয়োজন করতে হবে।
কার্যপরিধি : তার কাজের মধ্যে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালাগুলোর আয়োজন এবং সেবা প্রদান থাকবে।
উচ্চপদস্থ : তার উচ্চ পদের ব্যক্তিকে সেসব কাজের প্রমাণাদি ও রিপোর্টগুলো কাজ সেরে জমা দিতে হবে।
প্রার্থীর বয়স : ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ হতে হবে।
মাসে বেতন : আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ লাভ করবেন। তাতে আছে উৎসব ভাতা, দলগত ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, নর্থ সাউথের মেডিক্যাল সেবা।
অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা : ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা, ভালো যোগাযোগ দক্ষতা। শিফটে কাজের আগ্রহ ও কাজ করা, প্রয়োজনে ছুটির দিনে এবং অতি প্রয়োজনীয় সময়গুলোতে কাজ করতে হতে পারে। দলে কাজ ও চাপের মধ্যে কাজের যোগ্যতা থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন : একটি পূর্ণ সিভি তৈরি করে সেখানে ছবিগুলো যুক্ত করে তাতে সব শিক্ষাগত ও কর্মঅভিজ্ঞতার সার্টিফিকেটগুলো সত্যায়িত আকারে যুক্ত করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২ এপ্রিল, ২০২২।
আবেদনের ঠিকানা : পরিচালক, প্রশাসন। নর্থ সাউথ ইউনিভাসিটি, প্লট, ১৫, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।
ইমেইলের ঠিকানা : nsuhr@northsouth.edu.
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : www.northsouth.edu.
ওএস।