ওয়েব ফাউন্ডেশনে ৫০ জন সিডিও অফিসার নিয়োগ করা হবে

ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের অধীনে বিভাগগুলোতে স্থায়ীভাবে বসবাস করা প্রার্থীদের নিম্মলিখিত পদে দরখাস্ত আহবান করা হচ্ছে।
১. পদের নাম : প্রশিক্ষণাথী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও)
পদের সংখ্যা : ৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত স্নাতক পাশ হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা : ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা।
বয়স : সর্বোচ্চ ৩২ বছর।
প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন : সর্বসাকুল্যে ১১ হাজার টাকা।
প্রশিক্ষণের মেয়াদ : দুই মাস।
পর্যবেক্ষণ : চাকরির প্রথম তিনটি মাস।
স্থায়ী নিয়োগ : ছয় মাস চাকরি করার পর কাজের ফলাফল মূল্যায়ন করা হবে। এরপর স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে।
ঢাকা বিভাগের জন্য বেতন, ভাতা : ঢাকা বিভাগের জন্য ১৬ হাজার ৫শ টাকা। যোগাযোগ ভাতা : ৩শ টাকা। টিফিন ভাতা : ১৫শ টাকা। মোট বেতন হবে-১৮ হাজার ৩শ টাকা।
রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে : বেতন ১৪ হাজার ৫শ টাকা, যোগাযোগ ভাতা : ৩শ টাকা। টিফিন ভাতা : ১৫শ টাকা। মোট বেতন হবে-১৬ হাজার ৩শ টাকা।
বিশেষ ভাতা : উৎসব, বৈশাখী ও আবাসন সুবিধা প্রদান করা হবে।
স্থায়ী নিয়োগ লাভকারীরা আরো প্রাপ্য হবেন : প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ ফান্ড ইত্যাদি অন্যান্য সুবিধা লাভ করবেন।
আবেদনের নিয়ম : পূর্ণ জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এক কপি রঙিন ছবি এবং ওয়েব ফাউন্ডেশনের বরাবর ২শ টাকার ডিডি বা পে-অর্ডারসহ আবেদন করতে হবে।
খামের ওপর উল্লেখ করতে হবে : পদের নাম। মোবাইল নম্বর আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১২ মার্চ, ২০২২।
আবেদনের ঠিকানা : বরাবর, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর ঢাকা-১২০৭।
প্রদান করা হবে না : কোনো টিএ বা ডিএ।
যারা পরীক্ষায় অংশ নেবেন : কেবলমাত্র বাছাই করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।
অনলাইন ঠিকানা : https://wavefoundationbd.org.
ওএস।
