আড়াই লাখ টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বোয়িং ৭৩৭-৮০০ ফ্লিটের জন্য লোকবল নিয়োগ দেবে। অনলাইন বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
পদের নাম: ফার্স্ট অফিসার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা: সিপিএল ও এটিপিএল বা সব ধরনের এটিপিএল বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ৩৩ বছর হতে হবে। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন হলে প্রার্থীর বয়স বেশি হলেও সমস্যা নেই।
যেসব নির্দেশনা মানতে হবে
ইএলপিএ লেভেল ৪ বা আরও বেশি থাকতে হবে। প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। কোনো ধরনের শারীরিক সমস্যা (ডিসঅর্ডার) থাকা যাবে না। এর পাশাপাশি কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। সেইসঙ্গে অভ্যন্তরীণ বা বিদেশে কোনো ক্রিমিনাল রেকর্ডও থাকা যাবে না। অবশ্যই বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক হতে হবে। এ ছাড়াও কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকা যাবে না।
অভিজ্ঞতা: বাণিজ্যিক ভাবে উড্ডয়নে কমপক্ষে ২ হাজার ঘণ্টা থাকতে হবে। ভালোভাবে বিশ্লেষণ করার সক্ষমতা ও নতুন কিছু দ্রুত গ্রহণ করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,৫০,০০০ টাকা। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে স্বাস্থ্য বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটিসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
যেভাবে আবেদন: ই-মেইলের মাধ্যমে এই ঠিকানায় সিভি পাঠাতে হবে আগ্রহীদের। তবে কেউ চাইলে সরাসরি হার্ডকপি সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র জামা দিতে পারবেন। সিভি জমা দেওয়ার ঠিকানা : লেভেল ৬ (এইচআরডি-ফ্লাইট- ওপিএস), হাউজ-১, রোড-১, সেক্টর-১, উত্তরা, ঢাকা-১২৩০ এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি, ২০২৩