সাস নেবে হিসাবরক্ষক ও সংগঠক
এনজিও’র নাম : সমন্বিত সেবা উন্নয়ন সংঘ (সাস)।
নিয়োগ দেওয়া হবে : পিকেএসএফের সাহায্যে জরুরী ভিত্তিতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে।
১. পদের নাম : হিসাব রক্ষক।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের যেকোনো শাখা থেকে বিবিএ বা এমবিএ পাশ।
শিক্ষানবিশকালে বেতন : ২৫ হাজার টাকা।
স্থায়ী চাকরিতে বেতন : ৩০ হাজার টাকা।
নিয়োগের প্রক্রিয়া : ছয় মাসের শিক্ষানবিশকাল থাকবে। এরপর পারফরমেন্সের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হবে ও স্থায়ী চাকরিতে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, অর্জিত ছুটির বিপরীতে অর্থ প্রদান, গ্রাচুয়িটি ও বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। এর বাদে সাসের নিয়মে সব সুবিধাগুলো লাভ করবেন।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের হাতে একটি পূর্ণ সিভি বা আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা বা প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত আকারে দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
কর্মযোগ্যতা : আগ্রহী প্রার্থীদের অবশ্য কম্পিউটারের বেসিক কাজগুলো পারতে হবে। এর মধ্যে আছে লেখা, ইন্টারনেট চালানো ইত্যাদি। বাইসাইকেল বা মোটর সাইকেল চালাতে পারতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে ২০২২, অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : বরাবর নির্বাহী পরিচালক, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, সমন্বিত সেবা উন্নয়ন সংঘ (সাস), মধুপুর, সাথী সিনেমা রোড, টাঙ্গাইল-এই ঠিকানায়। আবেদনের খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম লিখতে হবে। হাতে বা ডাকে আবেদন পৌঁছাতে হবে।
২. পদের নাম : মাঠ সংগঠক।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ থেকে অনার্স বা সমমানে পাশ।
শিক্ষানবিশকালে বেতন : ২০ হাজার টাকা।
স্থায়ী চাকরিতে বেতন : ২৫ হাজার টাকা।
নিয়োগের প্রক্রিয়া : ছয় মাসের শিক্ষানবিশকাল থাকবে। এরপর পারফরমেন্সের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হবে ও স্থায়ী চাকরিতে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, অর্জিত ছুটির বিপরীতে অর্থ প্রদান, গ্রাচুয়িটি ও বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। এর বাদে সাসের নিয়মে সব সুবিধাগুলো লাভ করবেন।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের হাতে একটি পূর্ণ সিভি বা আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা বা প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত আকারে দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
কর্মযোগ্যতা : আগ্রহী প্রার্থীদের অবশ্য কম্পিউটারের বেসিক কাজগুলো পারতে হবে। এর মধ্যে আছে লেখা, ইন্টারনেট চালানো ইত্যাদি। বাইসাইকেল বা মোটর সাইকেল চালাতে পারতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে ২০২২, অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : বরাবর নির্বাহী পরিচালক, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, সমন্বিত সেবা উন্নয়ন সংঘ (সাস), মধুপুর, সাথী সিনেমা রোড, টাঙ্গাইল-এই ঠিকানায়। আবেদনের খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম লিখতে হবে। হাতে বা ডাকে আবেদন পৌঁছাতে হবে।
ওএস।