৫৫ হাজার টাকা বেতনে ঢাকা ব্যাংক ‘এমটিও’ নেবে
ব্যাংকের নাম : ঢাকা ব্যাংক লিমিটেড।
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো সরকারী বা বেসরকারী ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগ থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
কর্মঅগ্রাধিকার : প্রযুক্তিবান্ধব, ব্যাংকিং ক্যারিয়ারে আগ্রহী, জটিল পরিস্থিতিতেও ভালোভাবে কাজ করা, ভালো যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা থাকতে হবে।
চাকুরি করবেন : বাংলাদেশের যেকোনো শাখায়। যারা ঢাকার বাইরে কাজ করতে আগ্রহী নন, তাদের আবেদন প্রয়োজন নেই।
বয়স : ২৩ এপ্রিল ২০২২ সালের মধ্যে ৩০।
কমপক্ষে কাজ করবেন : পাঁচ বছর। এই বিষয়ে ঢাকা ব্যাংকে বন্ড দিতে হবে।
যাদেরকে চাকুরি দেওয়া হবে : বাচাইয়ের মাধ্যমে সেরা ও সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের। তাদের লিখিত ও পাশ করলে মৌখিকে অবতীর্ণ হতে হবে।
বেতন, ভাতা : ক্যারিয়ারের দ্রুত উন্নতি, ভালো কর্মপরিবেশ, এক বছরের প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে ৫৫ হাজার টাকা বেতন প্রদান করা হবে। আরো সুবিধাদি ব্যাংকের নিয়মে প্রদেয় হবে।
প্রশিক্ষণ : এক বছরের বিস্তৃত কর্মপ্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণ কর্মসূচির নাম হলো ‘এক্সটেনটিভ লার্নিং প্রগ্রাম’।
এরপর : সফলভাবে প্রশিক্ষণের পর সরাসরি প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি লাভ করবেন।
আবেদনের উপায় :www. bdjobs.com-এ http://ers.bdjobs.com/applications/dhakabank/?Y1pn6v10=ivr9&S14zNp6v10=W1oN22yB&W1oVQ=E|
ঢাকা ব্যাংকের অরো বৈশিষ্ট্য : সমঅধিকার, সমসুবিধা প্রদান।
আবেদনের শেষ তারিখ : ২৩ এপ্রিল ২০২২, অফিস সময়ের মধ্যে।
ওএস।