বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনে আইন উপদেষ্টা?
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন।
প্রধান কার্যালয় : ২২ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
যেসব জেলায় নিয়োগ প্রদান করা হবে : ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর, রাজবাড়ী, সাতক্ষীরা, ফেনী, গোপালগঞ্জ, ভোলা, বাগেরহাট, কক্সবাজার, পটুয়াখালী, মাদারীপুর, গাইবান্ধা ও লালমনিরহাট-এই ১৬টি বিভাগ ও শহরে।
নিয়োগ লাভ করবেন : আইন উপদেষ্টা বা প্যানেল আইনজীবি হিসেবে।
আবেদনের নিয়ম : সাদা কাগজে দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করে টাইপ করে বাংলায় নিজের সার্টিফিকেট অনুসারে নাম, বাবা ও মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত সকল যোগ্যতা, মোবাইল, মেইল আইডি, জন্ম তারিখ, জাতীয়তা, সব মামলা পরিচালনার অভিজ্ঞতা ও জয় হারের সংখ্যা এবং কারণ ইত্যাদি সব কমঅভিজ্ঞতা উল্লেখ করতে হবে। শিক্ষাগত সব যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। যুক্ত করতে হবে সব কর্মঅভিজ্ঞতার সত্যায়িত সার্টিফিকেট।
প্রয়োজনে যোগাযাগ করতে পারেন : পুরানা পণ্টনের হাউজ বিল্ডিং ফাইনান্সের অফিসে বা ফোন করতে পারেন হেল্পডেস্কে +৮৮ ০১৫৫০-০৪৩৩০৫, +৮৮ ০১৫৫০-০৪৩৩০৬, ০২-২২৩৩৮১৩৮০ অফিস সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ২১ এপ্রিল, ২০২২ অফিস সময়।
আবেদন জমা দেওয়া যাবে : প্রধান কার্যালয় আইন বিভাগ, সব দফতর, আঞ্চলিক, জেলা ও শাখা অফিসে।
আবেদনের ঠিকানা : বরাবর, নিপু রাণী মিত্র, উপ-মহাব্যবস্থাপক, আইন বিভাগ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন, প্রধান কার্যালয়, ২২ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
উল্লেখ্য : যেকোনো পদে নিয়োগ প্রদান ও বাতিলের ক্ষমতা কোনো কারণ দর্শানো বাদে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত। যারা এর আগে আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হতে আবেদন করেছেন, তাদেরও নিয়মানুসারে আবেদন করতে অনুরোধ করা হলো।
ওএস।