বুয়েটের আরআইএসসি সেন্টারে ১ বছরের অস্থায়ী কোলাবরেটর নিয়োগ করা হবে
বিশ্ববিদ্যালয়ের নাম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
১. পদের নাম : কোলাবরেশন কো-অর্ডিনেটর (সিসিও)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : কোনো অনুমোদিত বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি। কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
কর্মযোগ্যতা : অন্তত ১০ বছরের শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট কর্মের অভিজ্ঞতাধারী হতে হবে।
অগ্রাধিকার লাভ করবেন : গবেষণা প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
পদের ধরণ : সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগ প্রদান করা হবে।
বেতন : সর্বসাকুল্যে ৭৬ হাজার টাকা বেতন লাভ করবেন। বুয়েটের বিভিন্ন সুবিধাগুলো প্রদান করা হবে।
যেখানে কাজ করবেন : রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টারে (আরআইএসসি) এনহান্সমেন্ট অব অ্যাকাডেমিয়া-ইন্ড্রাস্টি কোলাবরেশন প্রকল্পে।
আবেদনের নিয়ম : সাদা কাগজে দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করে টাইপ করে ইংরেজিতে নিজের সার্টিফিকেট অনুসারে নাম, বাবা ও মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত সকল যোগ্যতা, কর্মঅভিজ্ঞতা, মোবাইল, মেইল আইডি, জন্ম তারিখ, জাতীয়তা গবেষণা, প্রকাশনা (থেকে থাকলে)’র তালিকা ইত্যাদি সবই উল্লেখ করতে হবে। শিক্ষাগত সব যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। যুক্ত করতে হবে সব কর্মঅভিজ্ঞতার সত্যায়িত সার্টিফিকেট।
আবেদনের ঠিকানা বরাবর, পরিচালক মহোদয়, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসসি), ইসিই ভবন, বুয়েট, ঢাকা-১২০৫। ফেরৎ খাম যুক্ত করতে করতে হবে আবেদনপত্রে।
আবেদনের শেষ তারিখ : ২৭ এপ্রিল, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : চাকুরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। যেকোনো পদে নিয়োগ প্রদান ও বাতিলের ক্ষমতা কোনো কারণ দর্শানো বাদে বুয়েট কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগে বুয়েটের সিদ্ধান্তই চূড়ান্ত। নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।
২. পদের নাম : কোলাবরেশন অফিসার (সিও)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্তত অনার্স বিএসসি বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
অগ্রাধিকার লাভ করবেন : গবেষণা প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
পদের ধরণ : সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগ প্রদান করা হবে।
বেতন : সর্বসাকুল্যে ৩৫ হাজার ৬শ টাকা বেতন লাভ করবেন। বুয়েটের বিভিন্ন সুবিধাগুলো প্রদান করা হবে।
যেখানে কাজ করবেন : ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসসি)’-এ এনহান্সমেন্ট অব অ্যাকাডেমিয়া-ইন্ড্রাস্টি কোলাবরেশন প্রকল্পে।
আবেদনের নিয়ম : সাদা কাগজে দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করে টাইপ করে ইংরেজিতে নিজের সার্টিফিকেট অনুসারে নাম, বাবা ও মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত সকল যোগ্যতা, কর্মঅভিজ্ঞতা, মোবাইল, মেইল আইডি, জন্মতারিখ, জাতীয়তা গবেষণার তালিকা ইত্যাদি সবই উল্লেখ করতে হবে। শিক্ষাগত সব যোগ্যতার সার্টিফিকেটগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে। যুক্ত করতে হবে সব কর্মঅভিজ্ঞতার সত্যায়িত সার্টিফিকেট।
আবেদনের ঠিকানা বরাবর, পরিচালক মহোদয়, রিসাচ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসসি), ইসিই ভবন, বুয়েট, ঢাকা-১২০৫। ফেরৎ খাম যুক্ত করতে করতে হবে আবেদনপত্রে।
আবেদনের শেষ তারিখ : ২৭ এপ্রিল, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : চাকুরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। যেকোনো পদে নিয়োগ প্রদান ও বাতিলের ক্ষমতা কোনো কারণ দর্শানো বাদে বুয়েট কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগে বুয়েটের সিদ্ধান্তই চূড়ান্ত। নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।
ওএস।