হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সস্টিটিউটে একজন গবেষক নিয়োগ করা হবে
প্রতিষ্ঠানের নাম : হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সস্টিটিউট।
ঠিকানা : ১২০/৩ দারুস সালাম রোড, মিরপুর ঢাকা।
অনলাইনের ঠিকানা : www. hbri.gov.bd.
পদের নাম : সিনিয়র রিসার্চ অফিসার বা সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার।
নিয়োগ প্রদান করা হবে : একজন।
স্কেল লাভ করবেন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে, ষষ্ঠ গ্রেড। বেতন হবে ৩৫ হাজার ৫শ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা।
কাজ করবেন : এই প্রতিষ্ঠানের বিল্ডিং ম্যাটেরিয়ালস বিভাগে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, ফলিত রসায়ন বা পদার্থবিদ্যায় অন্তত দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স। অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় বিভাগে অনার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো গৃহ নিমাণ সামগ্রী গবেষণা প্রতিষ্ঠানে অন্তত সাত বছরের গবেষক বা গবেষণা সংশ্লিষ্ট কাজে এই সময়ের অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রতিষ্ঠানটি এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভূমিকম্প সহনশীল ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী তৈরিতে ব্যাপক গবেষণা করে। এই উদেশ্যকে সফল ও প্রতিষ্ঠানটির চলমান গবেষণা কার্যক্রমকে তরান্বিত করতে গবেষণামনস্ক, উদ্যমী, অভিজ্ঞ জনবল নিয়োগ করবে। যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান।
আবেদন করতে পারবেন : বাংলাদেশের যেকোনো জেলার মানুষ।
আবেদনের নিয়ম : অনলাইনে http://career.hbri.gov.bd/apply এই মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই সময় যেকোনো আবেদনকারীকে প্রয়োজনীয় সত্যায়িত শিক্ষা ও কর্মঅভিজ্ঞতার সার্টিফিকেট যুক্ত করতে হবে। ছবি ও সাক্ষর স্ক্যান করে আবেদনপত্রে প্রদান করতে হবে। অনলাইনের মাধ্যমেই পরীক্ষার আবেদনপত্র প্রদান করা হবে।
আবেদনের ফি শোধ : নগদের মাধ্যমে শোধ করতে হবে। ষষ্ঠ গ্রেডে ৫শ টাকা মূল্যমানের আবেদন প্রক্রিয়া ফি।
পরীক্ষার নিয়ম : প্রতিটি আবেদনকারীকে লিখিত এমসিকিউ পরীক্ষায় বসতে হবে ও পাশ করতে হবে।
বয়স : ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
মৌখিক : এই সময় তাকে পাশ করতে হবে ও সব তথ্যাদির মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো তথ্য গোপন করলে চাকরিজীবনের যেকোনো সময় চাকরি চলে যাবে ও শাস্তিমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধিকার : কর্তৃপক্ষ এই নিয়োগ বাতিল বা গ্রহণের ক্ষমতা রাখেন। কোনো তদবির চলবে না। স্বাস্থ্য ও পুলিশ ভেরিফিকেশনে কোনো তথ্য গোপন করলে নিয়োগ বাতিল করা হবে। আগের আবেদনকারীদের আবেদনের কোনো প্রয়োজন নেই।
আবেদন শুরু ও শেষ : ৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল, ২০২২।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : হাউজ অ্যান্ড বিল্ডিং রিসাচ ইন্সস্টিটিউট, ফোন : ৮৮০২৫৮০৫৫২৪৫।
ওএস।