সাস্টের সিএসসিতে দুইজন প্রভাষক নিয়োগ করা হবে
বিশ্ববিদ্যালয়ের নাম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পদের নাম : প্রভাষক।
নিয়োগ করা হবে : স্থায়ী পদে।
পদের সংখ্যা : ২টি।
বিভাগের নাম : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি।
আবেদন করবেন : বাংলাদেশের প্রকৃত নাগরিকরা।
বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
আবেদনের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা : সনাতন পদ্ধতিতে যারা আবেদন করবেন তাদের শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে অন্তত প্রথম বিভাগ থাকতে হবে। সব বিভাগেই অন্তত দ্বিতীয় শ্রেণীর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। যারা ২০০০ থেকে ২০০৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করেছেন, তাদের জিপিএ অন্তত ৩.৫০ থাকতে হবে। পরের শিক্ষাবষগুলোতে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষাগুলোতে জিপিএ ৫.০’র মধ্যে অন্তত ৪.০ লাভ করতে হবে। ২০০৩ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ক্ষেত্রে অন্তত জিপিএ হতে হবে ৩.৫০। এর বাদে সিএসসি বিভাগে প্রভাষক হিসেবে সাস্টে নিয়োগের ক্ষেত্রে অনার্স ও মাস্টার্সে অন্তত ৩.৫০ সিজিপিএ পেতে হবে ৪.০০ সিজিপিএর মধ্যে। উল্লেখ্য, এই পর্যায়ে কোনো একটি পরীক্ষায় সিজিপিএর নম্বর শিথিল করা হলেও কোনোভাবেই ৩.২৫ সিজিপিএর কম পেলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এর বাদেও মাস্টার্স ডিগ্রিধারী যোগ্য আবেদনকারী পাওয়া না গেলে অনার্সের ভালো ডিগ্রিধারী প্রার্থীকে নিয়োগ করা যেতে পারে।
অভিজ্ঞতা ও প্রকাশনা : এমন অর্জনধারী প্রার্থীদের গ্রহণ করা হবে।
আবেদন ফরম : বাংলাদেশের প্রথম এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট ঠিকানায় এসে ডেসপ্যাচ শাখা থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এর বাদেও প্রযুক্তিভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের sust.edu ওয়েবসাইটে গিয়ে ঠিকানা বরাবর ফোন বা মেইল করে আবেদনপত্র বিষয়ে কথা বলা যাবে।
আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে : সকল শিক্ষাগত সনদ বা ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপিসহ সদ্য তোলা রঙিন চারকপি পাসপোর্ট ছবিসহ সকল কর্ম যোগ্যতার সত্যায়িত সনদসহ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সপ্তম গ্রেড কর্মকর্তা পর্যন্ত গ্রহণযোগ্য হয়। এই আবেদন ফরম বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে রেজিস্টার অফিস থেকে সরাসরি বা ১০ টাকা দামের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানার ফেরৎ খামের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হবে। চাকুরিতে নিয়োজিতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিপত্র প্রদান করতে হবে ও মূল কপি যুক্ত করতে হবে।
পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করার নিয়ম : বরাবর রেজিস্টার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এই ঠিকানার অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের যেকোনো শাখা থেকে উল্লেখিত প্রভাষকদের পদের বিপরীতে ৫শ টাকার অফেরৎযোগ্য এমআইসিআর ব্যাংক ড্রাফট বা সমদামের পে-অর্ডারের মূল কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না।
আবেদন দেবেন : প্রতিটি সেট আকারে মোট আট সেট।
আবেদনের শেষ তারিখ : ২৫ এপ্রিল, ২০২২।
উল্লেখ্য : সব কলাম অবশ্যই পূরণ করতে হবে। কোনোটি না করলে প্রযোজ্য নয় লিখতে হবে। নচেৎ অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। খামের ওপর পদের নাম ও বিভাগ এবং নিজের নাম এবং মোবাইল নম্বর, মেইল আইডি স্পষ্টভাবে লিখতে হবে। কোনো আবেদন সময়ের পর গ্রহণ করা হবে না ও আবেদন পাঠানোর পরে কোনোকিছু যুক্ত করা যাবে না। কোনো ভুল তথ্য দিলে, তথ্য গোপন করলে চাকরির যেকোনো পর্যায়ে পদ ও চাকরি বাতিল করা হবে। অসম্পূণ ও ত্রুটিপূণ আবেদন বাতিল করা হবে। এই ক্ষমতাগুলোসহ সাস্ট কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিলের ক্ষমতাসহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানের কারণে নিয়োগদান ও ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য নন। কোনো দরখান্তের কোনো ডকুমেন্টস তারা ফেরৎ দান করবেন না। সাক্ষাৎকার ও নিয়োগের আগের পর্যায়ে কোনো টিএ বা ডিএ নেই।
অবশ্যই জমা দেবেন : প্রার্থীদের কারো কোনো প্রকাশনা থাকলে সেটির একটি বা একাধিক হলে একটি সেট আকারে জমা দিতে হবে। এজন্য ৬ এপ্রিল, ২০২২’র বুধবারের ইত্তেফাকের ৫ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
মেইলে আবেদন : নিয়মমাফিক addregt2@sust.edu.
ওএস।