ডাচ-বাংলা ব্যাংকের এসএমইতে নিয়োগ হবে
ব্যাংকের নাম : ডাচ-বাংলা ব্যাংক। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ মালিকানাধীন এই ব্যাংকটি বাংলাদেশের অন্যতম প্রধান। তারা বিজ্ঞান অলিম্পিয়াডের জন্য বিখ্যাত।
পদের নাম : রিজিওনাল হেড অব সেলস (এসএমই বিজনেস)।
বয়স : ৫ এপ্রিল, ২০২২’র মধ্যে সর্বোচ্চ ৪৫।
কর্মযোগ্যতা : যেকোনো নামকরা বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা হিসেবে অন্তত আট বছরের কর্মঅভিজ্ঞতা অথবা যেকোনো অ-ব্যাংক কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সংশ্লিষ্ট এত বছরের কর্মকাল। এছাড়াও এইখাতে অন্তত তিন বছরের কর্মযোগ্যতা থাকতে হবে। তার বাদে এসএমই ব্যাংকিংয়ে বিস্তৃত ও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : কোনো তৃতীয় বিভাগ ছাড়া যেকোনো বিষয়ে একটি অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। জিপিএ, সিজিপিএ ধারীরা এসএসসি ও এইচএসসিতে অন্তত ২.০ থেকে ৩.০ (প্রথম বিভাগ), এ-ও লেভেলে অন্তত ২.০ থেকে ২.৫ (প্রথম বিভাগ), অনার্স সমমানে ২.২৫ থেকে ৩.০ (প্রথম বিভাগ সিজিপিএ ৪.০’র মধ্যে) ২.৮১ থেকে ৩.৭৫ (প্রথম বিভাগ সিজিপিএ ৫.০’র মধ্যে) সমমানের বলে গণ্য হবেন।
বেতন, ভাতা : পদ ও বেতন নির্ভর করবে অভিজ্ঞতা এবং নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, কাজের ওপর।
প্রাথীর ধরণ : অবশ্যই উদ্ভবনী ক্ষমতাসম্পন্ন, নিজেকে ও অন্যকে প্রেরণা প্রদানের যোগ্যতাসম্পন্ন, টাগেট স্থাপন ও পূরণের দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।
উল্লেখ্য : কেবল মাত্র একটি পদে আবেদন করতে পারবেন আগ্রহী যোগ্য প্রাথীরা। কেউ সবগুলো পদে বা একাধিক পদে আবেদনের সুযোগ নেই। তাহলে প্রার্থীতা বাতিল হবে।
আবেদন করতে হবে : অনলাইনে। তাতে একটি সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত স্ক্যান কপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলোর সত্যায়িত স্ক্যান কপিসহ সব কর্মঅভিজ্ঞতার সার্টিফিকেটগুলোকে সত্যায়িত করে স্ক্যান আকারে জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা : app.dutchbanglabank.com/online_job,
আবেদনের শেষ সময় : ৫ এপ্রিল, ২০২২।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ মার্চ, ২০২২; পৃষ্ঠা-৩।
পদের নাম : রিলেশনশিপ ম্যানেজার (এসএমই বিজনেস বা রিটেইল বিজনেস অথবা ই-বিজনেস)।
বয়স : ৫ এপ্রিল, ২০২২’র মধ্যে সর্বোচ্চ ৪০।
কর্মযোগ্যতা : যেকোনো নামকরা বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা হিসেবে অন্তত দুই বছরের এসএমই বিজনেস বা রিটেইল বিজনেস অথবা ই-বিজনেসে কর্মঅভিজ্ঞতা অথবা যেকোনো অ-ব্যাংক কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সংশ্লিষ্ট খাতে এত বছরের কর্মকাল।
মানসিকতা : যেকোনো শাখায় কাজের মানসিকতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : কোনো তৃতীয় বিভাগ ছাড়া যেকোনো বিষয়ে একটি অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। জিপিএ, সিজিপিএ ধারীরা এসএসসি ও এইচএসসিতে অন্তত ২.০ থেকে ৩.০ (প্রথম বিভাগ), এ-ও লেভেলে অন্তত ২.০ থেকে ২.৫ (প্রথম বিভাগ), অনার্স সমমানে ২.২৫ থেকে ৩.০ (প্রথম বিভাগ সিজিপিএ ৪.০’র মধ্যে) ২.৮১ থেকে ৩.৭৫ (প্রথম বিভাগ সিজিপিএ ৫.০’র মধ্যে) সমমানের বলে গণ্য হবেন।
বেতন, ভাতা : পদ ও বেতন নির্ভর করবে অভিজ্ঞতা এবং নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, কাজের ওপর।
প্রাথীর ধরণ : অবশ্যই উদ্ভবনী ক্ষমতাসম্পন্ন, নিজেকে ও অন্যকে প্রেরণা প্রদানের যোগ্যতাসম্পন্ন, টাগেট স্থাপন ও পূরণের দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।
উল্লেখ্য : কেবল মাত্র একটি পদে আবেদন করতে পারবেন আগ্রহী যোগ্য প্রাথীরা। কেউ সবগুলো পদে বা একাধিক পদে আবেদনের সুযোগ নেই। তাহলে প্রার্থীতা বাতিল হবে।
আবেদন করতে হবে : অনলাইনে। তাতে একটি সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত স্ক্যান কপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলোর সত্যায়িত স্ক্যান কপিসহ সব কর্মঅভিজ্ঞতার সার্টিফিকেটগুলোকে সত্যায়িত করে স্ক্যান আকারে জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা : app.dutchbanglabank.com/online_job,
আবেদনের শেষ সময় : ৫ এপ্রিল, ২০২২।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ মার্চ, ২০২২; পৃষ্ঠা-৩।
পদের নাম : প্রি-অ্যাসেসমেন্ট অফিসার (এসএমই বিজনেস)।
বয়স : ৫ এপ্রিল, ২০২২’র মধ্যে সবোচ্চ ৪০।
কমযোগ্যতা : যেকোনো নামকরা বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কমকতা হিসেবে অন্তত দুই বছরের এসএমই বিজনেসে কমঅভিজ্ঞতা অথবা যেকোনো অ-ব্যাংক কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সংশ্লিষ্ট খাতে এত বছরের কর্মকাল। এছাড়াও এমন খাতে কাজের অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার লাভ করবেন।
কমঅভিজ্ঞতা : অবশ্যই কর্মঅভিজ্ঞতা ও বিস্তৃত জ্ঞান থাকতে হবে এসএমই ফিনান্স শিল্পে, ক্রেডিট রিস্ক ফ্যাক্টরস, পলিসি ও গাইড লাইন্স বিষয়গুলোতে।
শিক্ষাগত যোগ্যতা : কোনো তৃতীয় বিভাগ ছাড়া যেকোনো বিষয়ে একটি অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। জিপিএ, সিজিপিএ ধারীরা এসএসসি ও এইচএসসিতে অন্তত ২.০ থেকে ৩.০ (প্রথম বিভাগ), এ-ও লেভেলে অন্তত ২.০ থেকে ২.৫ (প্রথম বিভাগ), অনার্স সমমানে ২.২৫ থেকে ৩.০ (প্রথম বিভাগ সিজিপিএ ৪.০’র মধ্যে) ২.৮১ থেকে ৩.৭৫ (প্রথম বিভাগ সিজিপিএ ৫.০’র মধ্যে) সমমানের বলে গণ্য হবেন।
বেতন, ভাতা : পদ ও বেতন নির্ভর করবে অভিজ্ঞতা এবং নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, কাজের ওপর।
প্রাথীর ধরণ : অবশ্যই উদ্ভবনী ক্ষমতাসম্পন্ন, নিজেকে ও অন্যকে প্রেরণা প্রদানের যোগ্যতাসম্পন্ন, টাগেট স্থাপন ও পূরণের দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।
উল্লেখ্য : কেবল মাত্র একটি পদে আবেদন করতে পারবেন আগ্রহী যোগ্য প্রাথীরা। কেউ সবগুলো পদে বা একাধিক পদে আবেদনের সুযোগ নেই। তাহলে প্রার্থীতা বাতিল হবে।
আবেদন করতে হবে : অনলাইনে। তাতে একটি সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত স্ক্যান কপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলোর সত্যায়িত স্ক্যান কপিসহ সব কর্মঅভিজ্ঞতার সার্টিফিকেটগুলোকে সত্যায়িত করে স্ক্যান আকারে জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা : app.dutchbanglabank.com/online_job,
আবেদনের শেষ সময় : ৫ এপ্রিল, ২০২২।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ মার্চ, ২০২২; পৃষ্ঠা-৩।
ওএস।