শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পপুলার ফার্মাসিউটিক্যালস এম.পি.আর. পদে বিপুল কর্মকর্তা নিয়োগ করবে

ওষুধ কম্পানির নাম : পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পদের নাম : মেডিক্যাল প্রমোশন অফিসার (এম.পি.আর)।

যে কাজগুলো করতে হবে : কার্যকর ও দক্ষতার সঙ্গে পণ্যগুলো সম্পর্কে জানাতে হবে নির্ধারিত চিকিৎসকদের। তাদের পরামর্শগুলো যোগাড় করতে হবে। ওষুধের দোকানগুলোর কাছ থেকে পণ্যাদি ক্রয়ের আদেশগুলো নিতে হবে বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণে।

শিক্ষাগত ও কর্মযোগ্যতা : এসএসসি বা এইচএসসিতে বিজ্ঞানসহ যেকোনো শাখা থেকে স্নাতক। অবশ্যই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে বাংলা, ইংরেজিততেও বেশ ভালো হতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গাতে চাকরি করার মানসিকতা থাকতে হবে। ওষুধ বিক্রয়খাতে ক্যারিয়ার গড়ার প্রেরণা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরির সুবিধাদি : ভালোভাবে প্রশিক্ষাণাদি লাভের ফলে প্রশিক্ষণ ভাতা, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনাযোগ্য ও ভালো বেতন, ভাতা, আকষণীয় বিক্রয় ভাতা, ছুটিগুলোর বিপরীতে ভাতা। তিনটি উৎসব বোনাস-দুটি ঈদ ও একটি বৈশাখী ভাতা। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, লভ্যাংশ পাওয়ার অধিকার, টিএ বা ডিএ।
আবেদনের নিয়ম : পূর্ণ বায়ো-ডাটা দুটি সম্প্রতি তোলা ছবিসহ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ও আসল কপিসহ, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ও আসল কপিতে, কোনো কর্মযোগ্যতা থেকে থাকলে যোগ করে তৈরি করতে হবে। আসতে হবে সরাসরি সাক্ষাৎকারে।


যেসব স্থানে সাক্ষাৎকার নেওয়া হবে :
১. ঢাকা : পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ঢাকা সেলস ডিপো, ১৯ ইস্কাটন রোড, বাংলামটর বা মগবাজার থেকে কাছে-জনকন্ঠ ভবনের কাছাকাছি, পুরোনো ২২২ ইস্কাটন রোড, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১৫৯৪৬১৭। তারিখ : ২২ মার্চ, ২০২২।
২. চট্টগ্রাম : ৬০ দক্ষিণ খুলশী, রোড-১, বাড়ি-৬০, মোবাইল : ০১৮১১৭৯০৮৫৪, ০১৮১৯৫৫৭৬৮৯। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২১ মার্চ, ২০২২।
৩. রাজশাহী : বোয়ালিয়া, বনমালী মোড়, হাতেম খান রোড, ওয়ার্ড নম্বর-১০, হোল্ডিং-৪৩২/১, রাজশাহী, জিপিও-৬০০০। মোবাইল : ০১৮৪৭২১২২৩৭। তারিখ : ২২ মার্চ, ২০২২।
৪. খুলনা : ৫৪, হাজী মহসিন রোড। মোবাইল : ০১৮৫৭১৯০৩০০। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২১ মার্চ, ২০২২।
৫. বরিশাল : দক্ষিণ আলেকান্দা, বাংলাবাজার, বসু লজ, ফারিয়া কমিউনিটি সেন্টারের ভেতরে, বরিশাল। মোবাইল : ০১৮১৬৮৮০৩৭৪৭ সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২০ মার্চ, ২০২২।
৬. সিলেট : আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হোসাইন আবাসিক এলাকা, বাড়ি-৭/১। মোবাইল : ০১৮৪৭২১২৮৭২। তারিখ : ২২ মার্চ, ২০২২।
৭. রংপুর : আর. কে. সাতঘড়া রোড, ইসলামবাগ, ইকবাল মোড়, রোড-১/৪, বাড়ি-৬৯, রংপুর-৫৪০০। মোবাইল : ০১৮৪৭২১৩০৯১। তারিখ : ২২ মার্চ, ২০২২।
৮. নারায়ণগঞ্জ : ফতুল্লা, পূর্ব মাজিদুর, প্লট-৪০১। মোবাইল : ০১৮১১৪৫৮৯৯৪। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২১ মার্চ, ২০২২।
৯. বগুড়া : সুত্রাপুর, ঈদগাহ লেন রোড, ওয়ার্ড-৯, বাড়ি-৯৯৬/এ, প্লট-৫০৮ ও ৫১০, বগুড়া সদর, বগুড়া। মোবাইল : ০১৮১৭১৪৭২০০। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২০ মার্চ, ২০২২।
১০. ময়মনসিংহ : বাড়ি- ২৬৩/৫, মাশকান্দা জেলা পরিষদ বিদ্যালয় রোড। মোবাইল : ০১৮১২২৮৬০১৪। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২০ মার্চ, ২০২২।
১১. ফরিদপুর : গোয়ালচামাত, বরিশাল রোড, হোল্ডিং-০০২৬০৬, মামুন ম্যানশনের পাশে। মোবাইল : ০১৮১৭১৪৭১৫৭। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২০ মার্চ, ২০২২।
১২. কুমিল্লা : দামাপুর, ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোড, ১৭২ জননী রোড। মোবাইল : ০১৮১৯৫৫৬৯২৯। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২১ মার্চ, ২০২২।
১৩. কুষ্টিয়া : নিশান মোড়, হাউজিং এস্টেট, ওয়াড-৮, ব্লক-ডি, বাড়ি-ডি-৩৫০। মোবাইল : ০১৮৪৭২১২১৮৭। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২১ মার্চ, ২০২২।
১৪. যশোর : টালিখালা, পুরোনো কসবা পুলিশ লাইন রোড, হোল্ডিং-১৩৫১-০০। মোবাইল : ০১৮৪৭২১২১২২৯। সময় : সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে। তারিখ : ২১ মার্চ, ২০২২।

ওএস।

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো