ঢাকার মির্জা আব্বাস কলেজে ৫ জন প্রভাষক নিয়োগ করা হবে
শিক্ষা প্রতিষ্ঠানের নাম : মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ।
ঠিকানা : শাহজাহানপুর, ঢাকা-১২১৭।
কলেজ কোড : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬৪৫০, উচ্চ মাধ্যমিকের কোড ১৭০১।
১. পদের নাম : প্রভাষক।
বিষয় : ইংরেজি।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাদান করবেন : অনার্স ও মাস্টার্সে।
শিক্ষাগত যোগ্যতা : জাতীয় বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুসারে।
লক্ষ্য করুন : পদটি এমপিওভুক্ত নয়, কলেজের সৃষ্ট পদ। যারা ২৭-১-২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।
বেতন পাবেন : কলেজ ফান্ড থেকে।
আবেদনের নিয়ম : অফেরৎযোগ্য এক হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার কলেজের নামে করতে হবে। কলেজের অধ্যক্ষ ও গভনিং বডির সদস্য সচিব লুৎফুন নেছা বরাবর একটি আবেদনপত্র দিতে হবে। সেটিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও কলেজ শিক্ষকের নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। ঠিকানা- শাহজাহানপুর, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২২।
২. পদের নাম : প্রভাষক।
বিষয় : সমাজকম।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাদান করবেন : অনার্স ও মাস্টার্সে।
শিক্ষাগত যোগ্যতা : জাতীয় বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুসারে।
লক্ষ্য করুন : পদটি এমপিওভুক্ত নয়, কলেজের সৃষ্ট পদ। যারা ২৭-১-২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।
বেতন পাবেন : কলেজ ফান্ড থেকে।
আবেদনের নিয়ম : অফেরৎযোগ্য এক হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার কলেজের নামে করতে হবে। কলেজের অধ্যক্ষ ও গভনিং বডির সদস্য সচিব লুৎফুন নেছা বরাবর একটি আবেদনপত্র দিতে হবে। সেটিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও কলেজ শিক্ষকের নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। ঠিকানা-শাহজাহানপুর, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২২।
৩. পদের নাম : প্রভাষক।
বিষয় : মাকেটিং।
পদের সংখ্যা : দুটি।
শিক্ষাদান করবেন : অনার্স ও মাস্টার্সে।
শিক্ষাগত যোগ্যতা : জাতীয় বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুসারে।
লক্ষ্য করুন : পদ দুটি এমপিওভুক্ত নয়, কলেজের সৃষ্ট পদ। যারা ২৭-১-২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।
বেতন পাবেন : কলেজ ফান্ড থেকে।
আবেদনের নিয়ম : অফেরৎযোগ্য এক হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার কলেজের নামে করতে হবে। কলেজের অধ্যক্ষ ও গভনিং বডির সদস্য সচিব লুৎফুন নেছা বরাবর একটি আবেদনপত্র দিতে হবে। সেটিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও কলেজ শিক্ষকের নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। ঠিকানা-শাহজাহানপুর, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২২।
১. পদের নাম : প্রভাষক।
বিষয় : আইসিটি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাদান করবেন : অনার্স ও মাস্টার্সে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে চার বছরের দ্বিতীয় শ্রেণীর অনার্স বা মাস্টার্স পাশ হতে হবে। কোনো তৃতীয় বিভাগ শিক্ষাজীবনে গ্রহণযোগ্য নয়।
লক্ষ্য করুন : পদটি এমপিওভুক্ত নয়, কলেজের সৃষ্ট পদ। যারা ২৭-১-২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।
বেতন পাবেন : কলেজ ফান্ড থেকে।
আবেদনের নিয়ম : অফেরৎযোগ্য এক হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার কলেজের নামে করতে হবে। কলেজের অধ্যক্ষ ও গভনিং বডির সদস্য সচিব লুৎফুন নেছা বরাবর একটি আবেদনপত্র দিতে হবে। তাতে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও কলেজ শিক্ষকের নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। ঠিকানা-শাহজাহানপুর, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২২।
১. পদের নাম : গবেষণাগার বা ল্যাবরেটরি সহায়ক।
বিষয় : রসায়ন।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ হতে হবে।
লক্ষ্য করুন : পদটি এমপিওভুক্ত নয়, কলেজের সৃষ্ট পদ। যারা ২৭-১-২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের নিয়ম : অফেরৎযোগ্য ৫শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার কলেজের নামে করতে হবে। কলেজের অধ্যক্ষ ও গভনিং বডির সদস্য সচিব লুৎফুন নেছা বরাবর একটি আবেদনপত্র দিতে হবে। তাতে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও কলেজ শিক্ষকের নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। ঠিকানা-শাহজাহানপুর, ঢাকা-১২১৭।
বেতন পাবেন : কলেজ ফান্ড থেকে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২২।
ই-মেইল : https://www.mamc.edu.bd.
ওএস।