‘যেখানে-সেখানে’ যাত্রী তোলার দাবিতে সড়ক অবরোধ বাস শ্রমিকদের
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
রাজধানীর সায়দাবাদ এলাকায় যাত্রী ওঠা-নামার নতুন নিয়ম বাতিলসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর শ্রমিকরা সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকেই জনপদের মোড়ে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। পরে শতাধিক শ্রমিক একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন। তাদের দাবি, বাস কাউন্টার ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা নিষিদ্ধ করায় তাদের আয় কমে যাচ্ছে। এ নিয়ম প্রত্যাহার না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।
এর আগে, ৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে ই-টিকিটিং ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করা হয়। প্রাথমিকভাবে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে ২১টি পরিবহন কোম্পানির ২,৬১০টি বাস এ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়। এসব বাসের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি।
উত্তরার আজমপুরে নতুন এই সেবা উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে চারটি প্রধান রুটে কাউন্টার পদ্ধতিতে বাস চলবে। গাজীপুর-আবদুল্লাহপুর, মানিকগঞ্জ-ধামরাই-সাভার, বছিলা-মোহাম্মদপুর এবং মিরপুর রুটের বাসগুলো মাসখানেকের মধ্যে কাউন্টারভিত্তিক ব্যবস্থায় আনা হবে।
এ কার্যক্রমের প্রথম ধাপে আবদুল্লাহপুর অংশের একশটি বাস গোলাপি রঙে রূপান্তরিত করে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে, নতুন নিয়মের ফলে পরিবহন শ্রমিকদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে তারা অভিযোগ করছেন। এ কারণে ‘যেখানে-সেখানে’ যাত্রী ওঠানোর নিয়ম বহাল রাখার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছিল।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)