ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৭৯ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে এবং ২১৮৩টি মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ গত সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় ও মামলা করে। এ বিষয়ে কমিশনার জানান, ট্রাফিক আইন লঙ্ঘন রোধে রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান পরিচালিত হয় এবং এতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে চলমান থাকবে।
ডিএমপির এই কার্যক্রম ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।