শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আন্দোলনে বাবার মৃত্যুর ২৯ দিন পর সন্তানের জন্ম—নাম ‘স্বাধীন’

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ২০ জুলাই (শনিবার) দুপুরে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হন আরিফ। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। আরিফের মৃত্যুর প্রায় ১ মাস পর গত ১৮ আগস্ট তার স্ত্রী ছেলে সন্তানের জন্ম দেন। ছেলের জন্মের পর এলাকার সবাই ছেলের নাম রাখে ‘স্বাধীন’।

সেদিন আরিফের মৃত্যুর পর অটোরিকশা দিয়ে লাশ নিয়ে আসা হয় তার বাসায়। এলাকাবাসী পরে আবার তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে রবিবার রাত ১টার দিকে লাশ দাফন করা হয়।

মাতুয়াইল কবরস্থানের পিছনে গোবিন্দপুরে (বাক্কার মোড়) এলাকায় থাকতেন আরিফের মা ও স্ত্রী সানিয়া আক্তার। এবারের টানা বৃষ্টিতে তাদের ভাড়া ঘরে পানি ওঠায় সেটাও ছাড়তে হয়।

থাকার আশ্রয়ে একেক দিন একেক বাসায় অবস্থান করছে জানিয়ে আরিফের মা সূর্যা বানু বলেন, ‘এখন আমাদের নিজস্ব কোনো ঠিকানা নাই। একেক দিন একেক জনের বাসায় অবস্থান করতে হচ্ছে। খাবারের জন্য মানুষের বাসায় গিয়ে হাত পাততে হয়। আমার পোলাডা রিকশা চালাইত। যা আয় রোজগার করতে পাইত, তা দিয়ে আমার চিকিৎসা আর তিন জনের সংসারের খরচ চলত।’

সূর্যা বানু বলেন, ‘পটুয়াখালীর দশমিনা আমাদের বাড়ি। সেখানে কোনো জায়গা জমি নেই। ৩০ বছর আগে এই যাত্রাবাড়ী এলাকায় আসি। আরিফের বাবা সবুজ আলি রিকশা চালাইত, আমি ইট ভাঙ্গার কাজ করতাম। আমার স্বামী ১০ বছর আগে মারা গেছেন। আমি ইট ভেঙ্গে যা পাইতাম তা দিয়ে সংসার চলত। গত ৭-৮ বছর যাবৎ ইট ভাঙার তেমন কাজ নাই। কারণ মেশিন দিয়েই এখন ইট ভাঙায় সবাই।’

আরিফের স্ত্রী সানিয়া আক্তার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আরিফ নিহত হয় ২০ জুলাই শনিবার। এই মাসেই আমার বাচ্চা হওয়া তারিখ দিয়েছিল ছিল চিকিৎসকরা। আরিফের কবর দেওয়া হয় মাতুয়াইল কবরস্থানে। কবর দেওয়ার তিন দিন পরে সবার পরামর্শে আমি বাপের বাড়ি পটুয়াখালীর দশমিনা চলে যায়। সেখানে গিয়ে আমার আমার আত্মীয়-স্বজন সাহায্য তুলে টাকা জোগাড় করে আমাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। পরে ১৮ আগস্ট সিজারের মাধ্যমে একটা ছেলে সন্তানের জন্ম হয়। সেখানে এক দেড় মাসে ৫০-৬০ হাজার টাকার খরচ হয়। আমরা নিঃস্ব। আল্লাহ ছাড়া আমাদের আর দেখার কেউ রইল না।’

আরিফের স্ত্রী সানিয়া আক্তার আরও বলেন, ‘আমাদের বিয়ে হয় পাঁচ বছর আগে। সন্তান হয় না, হয় না। আল্লাহ যাও একটা সন্তান দিলেন কিন্তু সন্তানের বাবাকে কেড়ে নিলেন। আমি তো এটা চাইনি। আমি তো স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করতে চাইছিলাম। সেই সুখ আমার কপালে সইল না। ছেলের বাবা যাদের কারণে শহীদ হলো তাদের কেউ দেখতে আসে না। আমার কীভাবে চলছি। আমরা কি, আমার ছেলেকে নিয়ে দু'মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারব।’

আরিফের মামাতো ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আরিফ রিকশা চালাইত, প্রতিদিনের মতো সেদিনও রিকশা নিয়ে বের হয়েছিল। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। আমরা শুনছি সে দিন সাড়ে ১২টার দিকে গুলি লাগে। গুলি লাগার সঙ্গে সঙ্গে মারা যায়। আমরা সেখান থেকে (মর্গ) পরের দিন রাত দেড়টার সময় লাশ পাই।’

আরিফের মা সূর্যা বানু বলেন, ‘আমরা এখনো সরকারিভাবে কোনো অনুদান পায়নি। শুধুমাত্র জামায়াতের ৫০ হাজার টাকা পেয়েছি। এই টাকা দিয়ে গত কয়েক মাসে যে ধার-দেনা হয়েছিল সেটা পরিশোধ করেছি। এখন আমাদের হাতে কোনো টাকা-পয়সা নেই। আমরা ভবঘুরের মতো জীবন যাপন করছি।’

Header Ad
Header Ad

৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর নাম

ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যু। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে শত শত স্মৃতি জড়িয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের। কত গল্প, কত কামব্যাক জড়িয়ে এই মাঠের সঙ্গে। কত তারকার জন্ম দিয়েছে আইকনিক এই সান্তিয়াগো বার্নাব্যু। অসংখ্য শিরোপার সাক্ষী এই স্টেডিয়াম। ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ওই ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে।

জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

১৯৫৫ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সভাপতি, সাবেক খেলোয়াড় ও কোচ সান্তিয়াগো বার্নাব্যুর নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। ৭০ বছর পর সেই এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুর নামে এবার পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল।

তবে সান্তিয়াগো না থাকলেও বার্নাব্যু থেকে যাবে। নতুন করে ‘স্তাদিও বার্নাব্যু’ রাখা হবে এই স্টেডিয়ামের নাম।

মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, এই নামকরণ করার কারণ হিসেবে রয়েছে স্পন্সর ও মার্কেটিং স্ট্র্যাটেজি। নাম ছোট হলে তারা প্রচারে সুবিধে করতে পারবে। এই পরিকল্পনার কারণেই নাম স্তাদিও বার্নাব্যু করা হবে বলে জানা গেছে। যদিও এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে রিয়াল নতুন করে নির্মাণ করেছে নিজেদের স্টেডিয়াম। ৭৮ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে নানাভাবে ব্যবহার করার অপশন রেখেছে স্প্যানিশ ক্লাবটি। যেখানে করা যাবে কনসার্ট, বিবাহের ইভেন্ট, করপোরেট ইভেন্টও। মাল্টিপারপাস এই স্টেডিয়াম থেকে তাই আরও আয়ের জন্য মার্কেটিং শুরু করবে রিয়াল।

Header Ad
Header Ad

সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল রাহমান। ছবি: সংগৃহীত

আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঠাল ভাঙ্গতে না পারে এ জন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল রাহমান।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াতে আমির আরও বলেন, ‘সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।’

জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।

শনিবার সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মুহতারাম আমির, মাওলানা আব্দুল বাছিত আজাদ।

Header Ad
Header Ad

টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার  

চালক মোহাম্মদ নুরুদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ শনিবার র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজন ও বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।

আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রাইভেটকারের মালিক নুর আলম (৪২), তার বোন ফাহমিদা আক্তার (১৭), প্রাইভেটকারের চালক হাবিবুর রহমান (৩৮) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর নাম
সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না: জামায়াত আমির
টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার  
বিপিএলে রাজশাহীর সহকারী কোচ হলেন পাকিস্তানের ইফতিখার
ওয়াজ মাহফিলের আয়োজনে আওয়ামী লীগের গা জ্বলতো: রাশেদ খান  
প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে আইনি নোটিশ
সেনাবাহিনী নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন, প্রতিবাদ আইএসপিআরের
অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে না: মির্জা ফখরুল ইসলাম  
ভিনিসিয়ুস কাণ্ডে ব্যালন কর্তৃপক্ষের উপর ক্ষোভ ঝাড়লেন রোনালদো
সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা
ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না: ইকোনমিক টাইমস
গানের ভিডিওতে এবার একসাথে দেখা যাবে শাকিব-সিয়াম ও মিমসহ একঝাঁক তারকাকে
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পেজ থেকে সমন্বয়কদের হুমকি!  
জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের  
দুদকের জালে খোদ দুদকের সদ্য সাবেক কমিশনার
পুড়িয়ে দেওয়ার আগেই দুই ট্রাক নথিপত্র আটক করলো জনতা  
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে চাই: উপাচার্য হাছানাত আলী
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়