'কিশোর গ্যাং' নিয়ে সোচ্চার সংসদ সদস্য খসরু চৌধুরী
ছবি: সংগৃহীত
কিছু গডফাদার ও অসাধু চক্রের মদদে পাড়া-মহল্লায় কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী।
শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উত্তরায় নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
একটি চক্র নিজেদের স্বার্থে মাদক বিক্রিসহ নানান কাজে কিশোর গ্যাং ব্যবহার করছেন। তাই কিশোর গ্যাংসহ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান খসরু চৌধুরী।
তিনি বলেন, ‘এতদিন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, এখন কাজ শুরু হয়েছে। উত্তরের মেয়রের সহযোগিতায় রাস্তাঘাটের উন্নয়ন হবে। ভবন নির্মাণে সঠিক নিয়ম কানুন মেনে বেইলি রোড ট্রাজেডির মতো দুর্ঘটনা প্রতিরোধে কাজ করতে হবে।’
আসন্ন রমজানে ঢাকা-১৮ আসনে কোনোরকম কারসাজি করে নিত্যপণ্যের মূল্য বাড়ানো যাবে না। ফুটপাত অবমুক্ত করা ও চাঁদাবাজি বন্ধেরও হুঁশিয়ারি দেন খসরু।
তিনি বলেন, ‘প্রতিনিধিরাই যার যার দায়িত্ব পালন করছে না বলেই এ আসনে নানান অনিয়ম রয়ে গেছে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।’