সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক
ধানমন্ডি লেক। ফাইল ছবি
সপ্তাহের একদিন ধানমন্ডি লেক ঘিরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থাও থাকছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ভালোবাসা দিবস উপলক্ষে ধানমন্ডি লেক পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
এছাড়া ধানমন্ডি লেকের নিরাপত্তা ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। লেকের অভ্যন্তরীণ হোটেল-রেস্টুরেন্ট (পানসি ও ডিঙি) রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র।
মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী এই ধানমন্ডি। তাই ধানমন্ডিকে সুন্দর রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা ধানমন্ডি লেককে ৬টি সেক্টরে ভাগ করেছি এবং প্রতিটি সেক্টরে ইজারাদার নিয়োগ করেছি। যাতে লেকের নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সুন্দরভাবে চলে।
ধানমন্ডি লেকের নিরাপত্তা ও পরিবেশ ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানের চুলা বন্ধ হয়ে যাবে। খাবার পরিবেশন বন্ধ হয়ে যাবে। কেউ নির্দেশনা না মানলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে জানান মেয়র।
ধানমন্ডি লেকে ভিক্ষুক প্রবেশে নিষেধাজ্ঞা দেন মেয়র। সেই সঙ্গে চাঁদাবাজের স্থান এই এলাকায় হবে না, হকার ও টং দোকান রাখা যাবে না বলেও নির্দেশনা দেন তিনি। মেয়র আরও বলেন, ধানমন্ডি লেক পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম রেখে সবুজায়ন এই লেককে টিকিয়ে রাখতে প্রতি বুধবার বন্ধ ঘোষণা করা হলো। সেদিন এই লেকে কেউ প্রবেশ করতে পারবেনা। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। সেদিন লেক পরিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, স্কুল ড্রেস পরিহিত বা স্কুল পড়ুয়া কেউ দিনের বেলায় এই লেকে প্রবেশ করতে পারবেনা। আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারা নজর রাখবেন আপনার সন্তান স্কুল ফাঁকি দিয়ে লেকে যাতে না আসে। এছাড়া প্লাস্টিক পণ্য বর্জন, ময়লা প্যাকেট নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানান তিনি।
ভালোবাসা দিবসে পরিচ্ছন্ন পরিবেশে ৫২ আমাদের অহংকার, ৩২ আমাদের ইতিহাস স্লোগান নিয়ে ধানমন্ডি লেক পরিষ্কারের উদ্যোগ নেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। এসময় তিনি নিজ হাতে ধানমন্ডি লেক পরিষ্কারে অংশ নেন।