আখেরি মোনাজাতের আগে চলছে বয়ান, উপস্থিত হয়েছেন নারীরাও
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। লাখো মুসল্লি ফজরের নামাজ পড়ে ময়দানের শামিয়ানার নিচে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। সকাল সাড়ে ১০টার মধ্যে হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমা গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইজতেমার দ্বিতীয় ধাপের আয়োজন। রোববার ফজরের পরে বয়ান করছেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলা তরজমা করছেন মাওলানা আব্দুল্লাহ।
দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে ছুটে আসছেন মুসল্লিরা। এর আগে গতকাল শনিবার রাত ১০টা থেকে ইজতেমা ময়দানের আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধের নির্দেশ দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ভোর থেকেই অনেকটা হেঁটে মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে ছুটে আসছেন লাখো মুসল্লি।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি নারীরাও ইজতেমা ময়দানের প্রবেশপথে মিলগেট এলাকায় মুন্নু টেক্সটাইল রোডের মাথায় রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন।
টঙ্গীর কামারপাড়া সড়কের শুরুতে স্বামীর সঙ্গে ইজতেমা ময়দানে এসেছেন রেহানা আক্তার। তিনি বলেন, শনিবার রাত ১১টায় ইজতেমা ময়দানে এসে সড়কের পাশে বসেছি। আখেরি মোনাজাতে অংশ নিতে দ্বিতীয়বারের মতো আমি ইজতেমার ময়দানে এসেছি।
গাজীপুরের পুবাইল থেকে এসেছেন আরিফা আক্তারসহ আরও কয়েকজন নারী। ফজরের নামাজের পর তারা অটোরিকশা এবং হেঁটে বিশ্ব ইজতেমা ময়দানের প্রবেশ পথ মুন্নু টেক্সটাইল গেটের সামনে রাস্তার পাশে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য অবস্থান করছেন।