ঢাকা-১ আসনে সালমান এফ রহমান বিজয়ী

সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বিজয়ী হয়েছেন।
রবিবার (০৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।
আনিসুর রহমান বলেন, ঢাকা-১ আসনে ১শ ৮৪টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সালমান ফজলুর রহমান। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দী সালমা ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে ৩৪ হাজার ৯৩০টি ভোট পেয়েছেন।
এছাড়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. করম আলী হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছে ৬শ ৪২টি, গণফ্রন্টের শেখ মো. আলী মাছ প্রতীক নিয়ে পেয়েছে ৫৩১টি, বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুজ্জামান চৌধুরী একতারা প্রতীক নিয়ে পেয়েছে ৫০৮টি, তৃণমূল বিএনপির মুফিদ খান সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৩টি এবং ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর হাকিম আম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩০টি ভোট পেয়েছেন।
