রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

রাজধানীর মালিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ উজ্জল (২২) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিসমিল্লাহ হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. সুলতান জানান, মালিবাগের মগা হাজীর গলির বিসমিল্লাহ হোটেলে কাজ করত উজ্জল। আজ দুপুরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে উজ্জল। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজ্জল শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর শিমুলিয়া গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এএইচ/এসজি
