নিউ সুপার মার্কেট ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে আজ
রাজধানীর নিউ মার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের আর কোথাও আগুন নেই। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় রবিবার (১৬ এপ্রিল) দুপুরের মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মার্কেটটি পুনরায় ব্যবসায়ীদের হাতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। রবিবার (১৬ এপ্রিল) সকালে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
সংস্থাটি জানায়, আগুন পুরোপুরি নেভাতে গতকাল রাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আজ রবিবার সকালে ইউনিট কমিয়ে তিনটিতে নিয়ে আসা হয়। মার্কেটের তিনটি তলার প্রতিটি দোকান পর্যবেক্ষণ করে সাড়ে ৮টার দিকে কোথাও আগুন না থাকার বিষয়ে নিশ্চিত হন ফায়ার সার্ভিস সদস্যরা।
দুপুরের দিকে মার্কেটটি ব্যবসায়ী নেতাদের কাছে হস্তান্তর হবে জানায় ফায়ার সার্ভিস।
জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, নিউমার্কেটের কোথাও এখন আগুন নেই আজ ব্যবসায়ীদের কাছে মার্কেটটি হস্তান্তর করা হবে। আগুন ছিল বলে সেই মুহূর্তে মার্কেটটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা মার্কেটটি ব্যবসায়ীদের কাছে সোপর্দ করে দেব।
কেএম/এসএন