বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ৮

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ আহত ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুন লাগে এবং বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় আগুন নেভাতে গিয়েই তারা আহত হন বলে জানা গেছে।
আহতরা হলেন- রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫), নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০), রুবেল (৩২), দুলাল মিয়া (৬০) এবং মেহেদি হাসান (২৮)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ৭ জনকে ঢামেক হাসপাতালে এবং একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউট আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, সকালে সংবাদ শোনার পর পর আমরা হাসপাতালে ছুটে আসি। পাশাপাশি আমাদের স্টাফদের সংবাদ দিয়েছি। যাদের ডিউটি নেই তাদেরও এনে রেখেছি। আমরা আমাদের সব প্রস্তুতি নিয়ে রেখেছি।
লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ জানান, অ্যানেক্স টাওয়ারের ৪ তলায় ঢুকেছিলেন ফায়ার সার্ভিসের সদস্য মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তাকে বের করা হয়। এর মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
উল্লেখ্য, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তা বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫১ ইউনিট কাজ করে।
এজেড/এসজি
