বঙ্গবাজারে আগুন, ফায়ার সার্ভিসের ভবনে হামলা ও ভাঙচুর

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫১ ইউনিট। এদিকে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, এ ঘটনায় বঙ্গবাজারের পাশে থাকা ফায়ার সার্ভিস ভবনের দিকে একের পর এক ইট নিক্ষেপ করে ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষেরা। এতে ভবনের জানালার গ্লাস ভেঙে পড়ে।
জানা গেছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যে দোতলা টিনশেড মার্কেটটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া টিনশেডের পাশে থাকা এনেক্সকো বিল্ডিংয়ের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়েছে। আর এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী।
এসআইএইচ
