রাজধানীতে বেসরকারি বিশ্বিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমড়া মুসলিম নগরের শিক্ষার্থী শাকিল মিয়া (২৫) নামের এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
ডেমড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে বেলা ১২টার দিকে মুসলিম নগরের ওই বাসা থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি আরও জানান, শাকিল একটি বেসরকারি বিশ্বিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। গত এক বছর আগে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের সূত্র ধরে শিথি দেওয়ান নামে এক মেয়েকে বিয়ে করেন। শিথির বাড়ি রাঙ্গামাটিতে।
মাঝেমধ্যে শাকিলের বাসায় আসতেন। গতরাতে মোবাইলে শিথির সঙ্গে ঝগড়া হয় শাকিলের। পরে মোবাইল ফোন বন্ধ করে।
শিথি এক বান্ধবীকে ফোনকল করে শাকিলের খবর নিতে বলেন। পরে আজ সকালে শিথির বান্ধবী গিয়ে শাকিলককে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এমএমএ/
