ছোট্ট আলিজাকে বাঁচাতে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন

তাহসিনা মেহবুব আলিজা। বয়স মাত্র ৩ মাস ২০ দিন। বাবা মো. সামসুদ্দিন কবির ও মা নাছরিন আক্তার ঝুমা ঢাকার সবুজবাগের আহম্মদবাগের (১৪৪/২/ডি/২) বাসিন্দা। জন্মের পরপরই আলিজার হার্টের সমস্যা দেখা দেয়।
চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক জানান, শিশুটির হার্টে একটি ছিদ্র ও ভাল্বের একটি অংশ ছোট হওয়ায় তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দেন তিনি।
কিন্তু ব্যয়বহুল চিকিৎসার কারণে তার বাবার পক্ষে কোনোভাবেই এই ব্যয় বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তশালী ও দানবীরদের কাছে সাহায্য চেয়েছে তার পরিবার।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ- মো. সামসুদ্দিন কবির, ডাচ বাংলা ব্যাংক (মান্ডা শাখা), হিসাব নং- ২২১১৫১০০৪৮২৯৫
এসজি
