মানুষের ছবি তোলার হিড়িক, কাজ করতে পারছে না দমকল
রাজধানীর মালিবাগ মোড়ে সোহাগ পরিবহনের একটি বাসে চলন্ত ট্রেনের ধাক্কার পর সাধারণ মানুষ রেললাইনের পাশে ভিড় করে রাস্তা বন্ধ করে রেখেছে। যার কারণে আর যানবাহন ও ট্রেন চলাচল করতে পারছে না। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ের কারণে কয়েকটি ট্রেন থামিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২২ মার্চ) রাতে মালিবাগ মোড়ে সরেজমিনে গিয়ে এসব এসব চিত্র দেখা গেছে। এ সময় দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। অনেকে সেলফি তুলছেন এবং কেউবা ভিডিও করছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মালিবাগ মোড়ে বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় উৎসুক জনতার ভিড় থাকার কারণে আপাতত একটি ট্রেন মালিবাগ মোড়ের আগে দাঁড়িয়ে গেছে।
জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, বাস ও ট্রেনের দুর্ঘটনার কারণে সাধারণ মানুষ রাস্তায় ভিড় করছে অনেকে ছবি তুলছেন এবং ভিডিও ধারণ করছেন। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও তারা সরছে না।
জানা যায়, রাত ৯ টার পর মালিবাগ রেল ক্রসিং মোড়ে বাসটি মোড় নিতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুমড়ে মুচড়ে গেছে বাসটি। তবে বাস ছিল যাত্রী শূন্য। চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, মালিবাগ মোড়ে বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় পুলিশ কাজ করছে। উৎসুক জনতার কারণে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে অনেকটা বাধার মুখে পড়ছেন।
কেএম/এসএন