যাত্রাবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের শ্বশুর আবুল হাশেম সিকদার বলেন, শাহাদাতের বাসা ডেমরা থানার ডগাইর এলাকায়।
বিকালে তিনি যাত্রাবাড়ী শহীদনগর এলাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে মাতুয়াইল মেডিকেলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি শাহাদাত মারা গেছেন।তিনি আরও বলেন, শাহাদাতের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা ছিল।
গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখর নগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। নিহত শাহাদাত ৫ মেয়ে ১ ছেলের জনক ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এএইচ/এমএমএ/
