তেজগাঁও কুনিপাড়ার আগুন নিয়ন্ত্রণে, যুক্ত হয়েছে বিমান বাহিনী

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় ঘটা অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৩ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের আশেপাশের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ১২ ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে পরে বিস্তারিত পরে জানানো হবে।
এর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর একটি দল যুক্ত হয়েছে।
এর আগে রাত আটটার দিকে কুনিপাড়া বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেএম/এএস
