‘যাকাত ব্যবস্থা’র আলোচনা থেকে আটক ৬০

রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে ‘যাকাত ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সন্দেহে প্রায় ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ।
শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে মার্কেটটির ‘ফোর সি’ নামে একটি রেস্টুরেন্ট ঘিরে রেখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দারুস সালাম থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ওই রেস্টুরেন্টে জামায়াতের ব্যানারে কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু আলোচনা সভাটির আয়োজনে জামায়াতের নেতা-কর্মীরাই যুক্ত ছিলেন। এমন খবরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা সেখানে অভিযানে যাই। সেখান থেকে প্রায় ৫৫ থেকে ৬০ জনকে আটক করে থানায় আনা হয়েছে। এর মধ্যে মধ্যে জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন, যারা বিভিন্ন মামলার আসামি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জামিনুর রহমান খান বলেছেন, মিরপুর-১ এর ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে রাষ্ট্রবিরোধী দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রায় ৬০ জন জামায়াত শিবিরের নেতাকর্মীদের আপনারা গ্রেপ্তার করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে এখনো তথ্য যাচাই-বাছাই চলছে। বলার মত সময় হয়নি বিস্তারিত পরে জানানো হবে।
কেএম/এএস
