মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা উত্তর সিট করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি মেয়র যুক্তরাষ্ট্র সফর শেষে সেই অভিজ্ঞতার আলোকে জনবল তৈরির পদক্ষেপ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছেন।
শনিবার (১১ মার্চ) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মার্চ থেকে মশক নিধন কর্মী ও মশক সুপারভাইসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইতোমধ্যে অঞ্চল-১,২, ৩, ৪, ৫ ও ৬ এর মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে তাত্ত্বিক বিষয় ছাড়াও হাতে-কলমে মশার প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংস এবং কীটনাশক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হচ্ছে।
ডিএনসিসি মেয়র যুক্তরাষ্ট্রের মিয়ামি সফর শেষে সাংবাদিকদের বলেন, এতদিন ভুল পদ্ধতিতে মশক নিধন করা হয়েছে। এখন থেকে ল্যাবে মশার প্রজাতি নিয়ে গবেষণা করে তারপর ওষুধ প্রয়োগ করা হবে।
আরইউ/এমএমএ/
