‘৪৫ দিন পর জানা যাবে গুলিস্তানের ভবনটি ভাঙা হবে কী না’

গুলিস্তানে বিস্ফোরণে বিধ্বস্ত ভবন সংস্কার করা হবে না ভেঙে ফেলা তা জানা যাবে ৪৫ দিন পর।
শুক্রবার (১০ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদন্ত কমিটির সদস্যরা সাংবাদিকদের একথা জানান।
তারা জানান, বিস্ফোরণের পর ৭ তলা ভবনটির ২৪টি পিলারের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ৯টি পিলার স্থির রাখতে স্টিল প্রপিং বসানো হচ্ছে।
এখন পর্যন্ত ২৩ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন। আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের পর ৬ সদস্যের তদন্ত কমিটি করেছে রাজউক। মেজর (অবসরপ্রাপ্ত) শামসুদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে।
আরইউ/এসএন
