গুলিস্তানে বেসমেন্টের হোটেল-মার্কেটে অভিযান চালানো হবে: রাজউক
গুলিস্তানের বেসমেন্টে থাকা সব হোটেল ও মার্কেটে জরিপ চালানো হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে নাকি সংস্কার করা হবে সে বিষয়েও প্রতিবেদন প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ঘটনাস্থলে উপস্থিত রাজউক কর্মকর্তারা জানান, মিথেন গ্যাসের ভয়াবহতা এড়াতে রাজধানীর বেসমেন্টকেন্দ্রিক মার্কেট ও হোটেলগুলো আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে এবং এর মধ্যে ঝুঁকিপূর্ণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজউকের উন্নয়ন বিভাগের সদস্য তন্ময় দাস বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শবেবরাতের ছুটির কারণে বিস্ফোরণ হওয়া ভবনের নথি পেতে বিলম্ব হয়েছে। ভবন নির্মাণে অনুমতি ও আনুষঙ্গিক নিয়ম লঙ্ঘন হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মেহেদি হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার (৯ মার্চ) তৃতীয় দিনের উদ্ধার অভিযানে স্বপনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিন সকালে উদ্ধার অভিযানে গিয়ে ফায়ার সার্ভিস জানায়, বেসমেন্টে পানি জমে থাকায় ঝুঁকি নিয়েই চলছে উদ্ধার অভিযান। স্বপনকে উদ্ধারের উপরই বেশি জোর দিয়েছিলেন তারা। এ ছাড়া বেসমেন্টে অনেক পানি জমে থাকায় সেটিও নিষ্কাশনের চেষ্টা করা হয় এবং অবশেষে তাকে উদ্ধার করা হয়েছে।
কেএম/এসএন