মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বছরজুড়ে আলোচনায় ওয়াসা এমডি, মশার বিরুদ্ধে সিটি করপোরেশনের যুদ্ধ 

যুক্তরাষ্ট্রে বসে অফিস করা, ১৩ বছরে প্রায় ৬ কোটি টাকা বেতন নেওয়াসহ ২০২২ সালের পুরোটা সময় আলোচনায় ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। অন্যদিকে, ঢাকার দুই সিটি করপোরেশন বছর পার করেছে মশার বিরুদ্ধে যুদ্ধ করে। তাকসিম এ খান ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিযোগ পান।

তারপর সরকার তার মেয়াদ ৫ দফা বাড়িয়েছে। এখন পর্যন্ত তিনি ঢাকা ওয়াসার এমডি। ২০২৩ সালে তার মেয়াদ আবারও শেষ হচ্ছে।

তাকসিম এ খানের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করে। নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি বছরের একটা নির্দিষ্ট সময় পরিবারের সঙ্গে কাটানোর জন্য যুক্তরাষ্ট্র যান। এভাবে নিয়মিত যুক্তরাষ্ট্রে গেলেও ভারপ্রাপ্ত হিসেবে কাউকে নিয়োগ দেন না তিনি। যুক্তরাষ্ট্রে বসেই অনলাইনে অফিস করেন। সর্বশেষ ২০২২ সালেও বরবারের মতোই তিনি যুক্তরাষ্ট্রে বসে অফিস করতে চেয়েছিলেন। কিন্তু সরকার এবার তাকে সেই অনুমতি না দিয়ে ৬ সপ্তাহের ছুটি মঞ্জুর করে।

গত বছর তাকসিম এ খান ছুটিতে থেকেও নথিপত্রে স্বাক্ষর করেন। অন্যদিকে, তার ছুটির সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এমডির দায়িত্ব পাওয়া ওয়াসার পরিচালক (উন্নয়ন) আবুল কাশেমও নথিপত্রে স্বাক্ষর করেন। একসঙ্গে দুজন এমডির দায়িত্ব পালন নিয়ে সমালোচনা হয়। এ কারণে এবার ওয়াসা বোর্ড সিদ্ধান্ত নেয়, তাকসিম এ খান পূর্ণ ছুটিতে থাকবেন, ভার্চ্যুয়ালি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া, তার ব্যাংক হিসাবও তলব করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এর বাইরে এ বছরই গত ১৩ বছরে বেতনবাবদ তাকসিম এ খান কত টাকা নিয়েছেন সেটা হাইকোর্ট ওয়াসা বোর্ড চেয়ারম্যানের কাছে জানতে চান। পরে জানা গেল ওয়াসা এমডি ১৩ বছরে প্রায় ৬ কোটি টাকা বেতন নিয়েছেন। আদালতে ঢাকা ওয়াসার দাখিল করা প্রতিবেদনেই ৬ কোটি টাকা বেতন নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনায় পুরনো বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। জানা যায়, ২০১৯ সালের ২০ এপ্রিল টিআইবির এক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাকসিম ওয়াসার সরবরাহকৃত পানিকে শতভাগ সুপেয় বলে দাবি করেন। বিষয়টি বিদায়ী বছরেও ব্যাপক  আলোচিত হয়।  

জনসাধারণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও ওয়াসা এমডির এ মন্তব্যের সমালোচনা করেছিল। ২০১৯ সালে তিনি বুড়িগঙ্গা নদীতে কোনো পয়ঃনিষ্কাশন লাইন নেই বলে মন্তব্য করলে হাইকোর্ট তার মন্তব্যের সমালোচনা করেন।

২০১১ সালে দূষণ কমাতে বুড়িগঙ্গায় প্রবাহিত সব পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ করতে ওয়াসাকে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ নির্দেশনা অমান্য করায় এবং আদালতে মিথ্যা বলায় ২০২০ সালের ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। এসব বিষয়ও বিদায়ী বছরে নতুন করে আলোচনায় আসে।

মশার বিরুদ্ধে যুদ্ধে বছর পার করল সিটি করপোরেশন এবার ঢাকার দুই সিটি করপোরেশনেরই ২০২২ সাল গেছে মশার বিরুদ্ধে যুদ্ধ করে। যদিও এই যুদ্ধে সিটি করপোরেশন কতটুকু জয়ী হয়েছে সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। বছরজুড়েই মশার উপদ্রব ছিল। জুলাইয়ের আগে যুদ্ধ করতে হয়েছে কিউলেক্স মশার বিরুদ্ধে। মশা কখনোই নিয়ন্ত্রণে ছিল না।

জুলাইয়ে এলো ডেঙ্গুর বাহক এডিস মশার মৌসুম। ২০০০ সালে প্রথম বাংলাদেশে ডেঙ্গু রোগী পাওয়া যায়। কিন্তু মৃত্যুতে গত ২৩ বছরের মধ্যে বিদায়ী বছর রেকর্ড করেছে। এ বছর ২৮১ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১৮৯ জন।

অবস্থা এমন যে খোদ সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেকেই বলাবলি করেন মশা নিধন অভিযান ফলপ্রসূ হলে এডিসের বিস্তার এত মারাত্মক পর্যায়ে যেত না। তার মানে মশা নিধনে গলদ রয়েছে সিটি করপোরেশনের। খোদ সরকারের আরেকটি দপ্তর স্বাস্থ্য অধিদপ্তরই বলছে, মশা নিধনে গলদ আছে বলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না। ডেঙ্গু নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ অভিযোগ করেন।

বছরজুড়েই মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম, চিরুণি অভিযান  প্রভৃতি বাহারী নামে কার্যক্রম চালিয়েছে দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তো মশক নিধনে ড্রোন পর্যন্ত ব্যবহার করেছে। কিন্তু নগরবাসীর অভিযোগ, এত মহাযজ্ঞে মশা মরেছে খুব সামান্যই। তার প্রমাণ ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড। মশার বিরুদ্ধে যুদ্ধের আরেকটা অস্ত্র ছিল বছরজুড়েই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। দুই সিটি করপোরেশনই শুধু মশা নিধনের উদ্দেশেই বছরজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসব আদালত থেকে বিভিন্ন ভবন মালিককে জরিমানা করা হয়েছে।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিয়েও সমালোচনায় সোচ্চার ছিল নগরবাসী। তাদের অভিযোগ, মশক নিধন বাবদ দুই সিটি করপোরেশন ১৫০ কোটি টাকা বরাদ্দ পেলেও তাদের কাজ না করে তারা উল্টো নগরবাসীকে জরিমানা করছে।

আরইউ/এমএমএ/

 

 

 

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের ব্যাটিং জাদুতে দুর্দান্ত জয় পেল ফরচুন বরিশাল। মিরপুরে প্রথম দুই ম্যাচে বড় অবদান রাখতে না পারলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজ রূপে ফিরেছেন বরিশাল অধিনায়ক। তার অসাধারণ ৮৬ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি রেখেই দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল।

সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে তামিমের দায়িত্বশীল ইনিংসের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে বরিশাল। তামিমের ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং ৩টি ছক্কায়। তার সঙ্গে মুশফিকুর রহিমের ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসও ছিল জয় নিশ্চিত করার পথে সহায়ক।

এদিন বরিশাল দল একাদশে পরিবর্তন এনে শান্তকে বাদ দিয়ে তামিমের সঙ্গে প্রিতম কুমারকে ওপেনিংয়ে পাঠায়। যদিও প্রিতম ব্যর্থ হন এবং কাইল মেয়ার্স ২৪ রান যোগ করলেও তার বিদায়ের পর তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪০ রানের এবং মুশফিকের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটি জয় নিশ্চিত করে।

রাজশাহীর ইনিংসে অধিনায়ক এনামুল হক বিজয় ৩৫ বলে ৩৯ রান করলেও তার ধীর গতির ব্যাটিং দলের রান সংগ্রহে বাধা সৃষ্টি করে। ইয়াসির আলী ২৩ বলে ৩৯ রান এবং জিসান আলম ২৭ বলে ৩৮ রান করেন। বরিশালের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ছিলেন সেরা, ২০ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

তামিমের নেতৃত্বে এই জয়ে ফরচুন বরিশাল ফের জয়ের ধারায় ফিরলো এবং দলটির আত্মবিশ্বাসও বেড়ে গেলো। বিপিএলের বাকি ম্যাচগুলোতেও তামিম ও তার দলের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি