মিডফোর্ডে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর কোতয়ালী থানার মিডফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, ফিজিশিয়ান সাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ঘষা মাজা করে নতুন মূল্য লেখার অপরাধে সোনার বাংলা মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা, বাঁধন হাসপাতাল ফার্মেসীকে ৫০ হাজার টাকা এবং ম্যাক্সওয়েল হাসপাতাল ফার্মেসীকে ৫০ হাজার টাকা করে ৩ প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মো. আব্দুল জব্বার মন্ডল জানান।
জেডএ/
