মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মিডফোর্ডে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর কোতয়ালী থানার মিডফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।

অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, ফিজিশিয়ান সাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ঘষা মাজা করে নতুন মূল্য লেখার অপরাধে সোনার বাংলা মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা, বাঁধন হাসপাতাল ফার্মেসীকে ৫০ হাজার টাকা এবং ম্যাক্সওয়েল হাসপাতাল ফার্মেসীকে ৫০ হাজার টাকা করে ৩ প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মো. আব্দুল জব্বার মন্ডল জানান।

জেডএ/

Header Ad
Header Ad

পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব এই মুহূর্তে বিভিন্ন সংকটের চাপে জর্জরিত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে; যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তব্যে দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজকের তরুণদের, যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে, আমাদের তাদের পেছনে ফেলে আসা উচিত নয়। আমি নিজেও, জনগণের অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের জন্য যুবসমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি দেখেছি।

এর আগে, কাতার পৌঁছালে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে গেছেন। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের ফ্রি-স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিলাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অথ্যয়নরত ছিলেন।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে রাতে কলাবাগানে হাতিরপুলরে ফ্রি-স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নাম্বার বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকত। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রঞ্জনের রুমমেট জাহিদ হাসান বলেন, সোমবার সন্ধ্যার পর বাসায় ফিরে এসে দেখি তার কোনো সাড়াশব্দ নাই, রুমের দরজা বন্ধ, ভেতর থেকে লক করা। এসময় কলাবাগান থানা পুলিশকে ট্রিপল নাইনে খবর দিলে পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পিনাক রঞ্জন মাস খানেক আগে থেকেই একটু ডিপ্রেশনে ছিলেন। চুপচাপ থাকতেন, কিছুই বলতেন না

নিহত পিলাক রঞ্জন সরকার ময়মনসিংহ জেলা সদরের টি এন রায় রোডের রঞ্জন সরকারের সন্তান। মা-বাবার তিন সন্তানের মধ্যে রঞ্জন সবার বড়।

Header Ad
Header Ad

অবশেষে খুঁজে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার

ছবি: সংগৃহীত

কারাগারে থাকা অবস্থায় নিজের দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে বলে আদালতের কাঠগড়ায় অভিযোগ করেছিলেন পলক। জানিয়েছিলেন, যদি আগামীতেও তাকে কারাগারে থাকতে হয়, তবে শীতে গরম কাপড় প্রয়োজন হবে। এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়।

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমে জানান পলকের আইনজীবী।

তবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন জানান, সোয়েটারসহ পলকের জামাকাপড়ের ব্যাগটি হারায়নি। নিরাপত্তাজনিত কারণে মালিক সঠিকভাবে শনাক্ত না হওয়ায় ব্যাগটি স্টোররুমে রাখা হয়েছিল।

পরে তদন্তে জানা যায়, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, পলক তার কিছু শীতের কাপড় স্ত্রীর হাতে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে দেন। সাক্ষাৎ শেষে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায় এবং পরে তা রক্ষীরা স্টোরে জমা রাখে।

তবে আদালতে অভিযোগ ওঠার পর কারা কর্তৃপক্ষের দাবি, পলক ইচ্ছাকৃতভাবেই এমন "উদ্ভট অভিযোগ" করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। তাদের মতে, কারাগারে বন্দির কোনো মালামাল হারানোর সুযোগ নেই।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্‌মেদ পলক। তার বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অবশেষে খুঁজে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার
পারভেজ হত্যায় ‘সম্পৃক্ত’ সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
বার্নলির মাঠে বর্ণবাদী আচরণের শিকার হলেন হামজা
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েট শিক্ষার্থীরা
পদ পেতে ‘স্ত্রীকে তালাক’, ছাত্রদল নেতাকে অব্যাহতি
রেলওয়ের ৫১৬ পদের নিয়োগ পরীক্ষা মে মাসে, নম্বর-সিলেবাস প্রকাশ
দুপুরে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
ঢাকার দুই সিটি একীভূত করার প্রস্তাব
নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ায় পার্থক্য বেশি না: নজরুল ইসলাম
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
২০ দিনে ৫০ কোটিরও বেশি আয় করল শাকিবের 'বরবাদ'