রাজধানীর ফিটনেসবিহীন বাস, চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজধানীর বিভিন্ন এলাকায় ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এসব আদালত পরিচালনা করছে।
ডিএসসিসি বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু করেছে। অভিযান পরিচালনা করছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান। এতে অংশ নিয়েছে ডিএসসিসি, বিআরটিএ ও ডিএমপি।
এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ ও ডিএসসিসি। এসব অভিযানে যেসব বাসের রুট পারমিট নাই তাদের বিভিন্ন অংকের জরিমানা করা হচ্ছে।
মানিক মিয়া অ্যাভিনিউতে বিকাশ পরিবহণের জাল রুট পারমিটের কাগজ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২০ ডিসেম্বর) বলা হয়, রুট পারমিট ও ফিটনেসবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে পাঁচটি ফিটনেসবিহীন বাসসহ ১৩টি বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরইউ/কেএফ/