অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫৭ পরিবারকে ডিএনসিসি মেয়রের আর্থিক সহায়তা

ঢাকা উত্তর সিটি করেপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ এর অন্তর্গত ১০নং ওয়ার্ডের কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫৭ টি পরিবারের মধ্যে মেয়র আতিকুল ইসলামের পক্ষ হতে পরিবার প্রতি নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে ক্ষতিগ্রস্তদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবশিষ্ট আরও ২২টি পরিবারকে পরবর্তীতে আর্থিক সহায়তা দেওয়া হবে। আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর , অঞ্চল ৪ এর কর্মকর্তাগণ এবং মিরপুর থানা পুলিশ ।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম গত ২০ মার্চ ২০২২ তারিখ রবিবার আনুমানিক রাত ৮টায় রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭৯টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা দেন।
আরইউ/এমএমএ/
