ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ছিনতাই করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় আহত মো. ইলিয়াস (৪৬) মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ইলিয়াস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীগ্রামের আবু মোল্লার ছেলে। তিনি পরিবার নিয়ে সবুজবাগ বাসাবো এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম জানান, ইলিয়াস সিএনজি অটোরিকশাচালক। তবে তার সিএনজি নিয়ে আব্দুল জব্বার নামে একজনের সঙ্গে ছিনতাই করে বেড়াতেন।
তিনি আরও জানান, ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে সিএনজি নিয়ে ছিনতাই করতে বের হন তারা। ঘটনার সময় রিকশাআরোহী ফাল্গুনী ইসলাম নামে এক নারীর ব্যাগ টান দেন তারা। সেই সময় সিএনজি চালাচ্ছিল ইলিয়াস। আর পেছনে বসে ব্যাগ টান দিয়েছিলেন আব্দুল জব্বার। পরে ওই নারীর চিৎকারে সিএনজি অটোরিকশা নিয়ে তারা দ্রুত পালানোর সময় রাস্তার পাশে থেমে থাকা আরেকটি সিএনজি অটোরিকশার পেছনে ধাক্কা লাগে। এতে ইলিয়াস গুরুতর আহত হন আর আব্দুল জব্বার সামান্য আহত হন। পরে কিছু লোকজন এসে তাদের দুজনকে গণধোলাই দেয়।
তিনি জানান, পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুল জব্বারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা করেছিলেন। আব্দুল জব্বার বর্তমানে জেল হাজতে রয়েছে। আর ইলিয়াসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসএন
