রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজট

রাজধানীতে রমজানের প্রথম ও দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিনে বেশ কিছু এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। রমজানে স্কুল, কলেজ খোলা থাকায় যানজট বেশি হচ্ছে বলে মনে করছেন অনেকে।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর গুলিস্তান, মতিঝিল, মালিবাগ, মগবাজার, সাত রাস্তা, নিউমার্কেট, ধানমন্ডি, সাইন্সল্যাব, এলিফ্যান্ট রোড, শাহবাগ, ফার্মগেট, গুলশান মোড়, বনানী, বাড্ডা, লিংকরোড, কুড়িল বিশ্বরোড উত্তরাসহ প্রায় পুরো নগরীতেই দেখা গেছে যানজট।
তবে যানজট বেশি দেখা গেছে, গুলিস্থান, মতিঝিল, মালিবাগ, মগবাজার ও সাত রাস্তার মোড়ে।
স্বল্প দূরত্বের পথ অতিক্রম করতে দীর্ঘ সময় সিগন্যালে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। যার কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। যানজটের কারণে অস্থির তারা।
উত্তরার যাত্রী মাহমুদ খান বলেন, আজ রাজধানীতে অনেক যানজট। রোজা রেখে যানজটে চলাচল করতে অনেক কষ্ট হয়।
মালিবাগ থেকে মিরপুরের পথযাত্রী রহিম পাশা বলেন, রমজানের দিনেও রাস্তায় যানজট আর কত।
সাত রাস্তায় কথা হয় বাসের যাত্রী নুর মিয়ার সঙ্গে। তিনি বলেন, একদিকে রোজা অন্যদিকে যানজট। রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছি। এ সমস্যার সমাধান হওয়া উচিত। সরকার পদক্ষেপ নিলে মানুষের ভোগান্তি কমতো।
গুলিস্তান থেকে বাড্ডার পথচারী হোসেন মিয়া বলেন, ভেবেছিলাম রমজানে একটু যানজট কম হবে এখন দেখি প্রচণ্ড যানজট।
মতিঝিলে কথা হয় মোহাম্মদপুরের যাত্রী আবির মাহমুদের সঙ্গে। তিনি বলেন, এমনিতেই মালিবাগে যানজট থাকে। ভেবেছি রমজান একটু যানজট কম হবে কিন্তু রমজানের শুরুতেই রাস্তায় যানজট বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মোড়ে মোড়ে যানবাহনের চাপ সমালাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের।
ট্রাফিক পুলিশের দাবি, মেট্রোরেলের কারণে রাস্তা ছোট হয়ে আছে। যার কারণে অনেক গাড়ি একসঙ্গে রাস্তায় অবস্থান করতে পারে না। গাড়ি ছোট লাইনে থাকে এ কারণে যানজট লম্বা দেখা যায়।
কেএম/টিটি
