প্রো-অ্যাকটিভ হাসপাতালের নতুন পরিচালক বি. জে. নাসির উদ্দিন

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এ ডিরেক্টর হসপিটাল হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম নাসির উদ্দিন।
ইতিপূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড- ১৯ হাসপাতাল সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (৪ এপ্রিল) প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল ডাঃ এ কে এম নাসির উদ্দিন পরিচালক হিসাবে যোগ দেন। ২ এপ্রিল হাসপাতাল বোর্ড রুমে ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে পরিচিটি সভায় আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত ডিরেক্টর হসপিটালকে স্বাগতম জানানো হয়।
সভায় নজরুল ইসলাম সিকদার নবনিযুক্ত পরিচালককে পরিচয় করিয়ে দেন। তিনি আশা করেন নবনিযুক্ত পরিচালক তার বর্ণাঢ্য কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এর স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে এবং দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক অর্থ- আবু খালেদ মোঃ রায়হান, ডেপুটি ডিরেক্টর হসপিটাল- ডাঃ শরীফ মোঃ আরিফুল হকসহ প্রতিষ্ঠানের সকল বিভাগীয় প্রধান ও ইনচার্জগণ।
/এএস
